অযোধ্যা: রাম মন্দিরের ভূমিপুজো উন্মাদনের মধ্যেই দেশের ইসলাম সম্প্রদ্রায়কে বিতর্কিত বার্তা দিলেন মুসলিম পারসোন্যাল ল বোর্ড। এই বোর্ডের তরফে জানানো হয়েছে, রাম মন্দির নিয়ে মন খারাপের কিছু নেই। হাজ্জিয়া সোফিয়া প্রমাণ করে পরিস্থিতি বদলাতে পারে। সংগঠনটি রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে তুলোধনা করেছে৷
সংস্থাটির তরফে টুইট করে বলা হয়, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ থাকবে৷ সংখ্যাগুরুদের তুষ্ট করতে অনাহ্য দাবি, লজ্জাকর ও অন্যায় বিচারের পরিবর্তন হবে৷ এরপরে সংগঠনটি হাজ্জিয়া সোফিয়ার প্রসঙ্গ তুলে ধরে৷ জানানো হয়েছে, পরিস্থিতি বদলাতে পারে, তাই রাম মন্দির নিয়ে মন খারাপের কিছু নেই৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে এই সংগঠনটি রিভিউ পিটিশন করেছিল৷ সেখানে জানিয়েছিল, বিকল্প জমি তাদের পছন্দ নয়৷
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়। যার জেরে সারা দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। এরপরে এলাহাবাদ কোর্ট ২০১০ সালে এই বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করার কথা বলে। তার মধ্যে একটি অংশ হিন্দুরা ও অন্য একটি অংশ মুসলিমরা পাবে। কিন্তু ২০১৯ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের রায়ে সমগ্র জমিটিকে হিন্দুদের দিয়ে দেওয়া হয়। বিনিময়ে মুসলিমদের বিকল্প পাঁচ একর জমি দেওয়ার রায় দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে৷ বিধি মেনে বুধবার সেই অযোধ্যার সেই বিতর্কিত জমিতে রাম মন্দিরের ভূমিপুজো হয়৷ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি রূপোর ইঁট দিয়ে ভিত্তি স্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভগবৎ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।