অযোধ্যা রায় পূনর্বিবেচনার আবেদন মুসলিম বোর্ডের

নয়াদিল্লি: অবশেষে অযোধ্যা মামলার রায় নিয়ে তাদের বিরোধি অবস্থান সুনিশ্চিত করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ একমাসের মধ্যেই রায় পূনর্বিবেচনার জন্য আদালতে আবেদন জানাবে তারা৷ রবিবার দীর্ঘ আলোচনার পর সংবাদ মাধ্যমকে তাদের এই সিদ্ধান্তের কথা জানায় বোর্ড৷ বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মসজিদের জন্য বিকল্প ৫একর জমি দেওয়ার আদালতের সিদ্ধান্ত তাদের মৌলিক

অযোধ্যা রায় পূনর্বিবেচনার আবেদন মুসলিম বোর্ডের

নয়াদিল্লি: অবশেষে অযোধ্যা মামলার রায় নিয়ে তাদের বিরোধি অবস্থান সুনিশ্চিত করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ একমাসের মধ্যেই রায় পূনর্বিবেচনার জন্য আদালতে আবেদন জানাবে তারা৷ রবিবার দীর্ঘ আলোচনার পর সংবাদ মাধ্যমকে তাদের এই সিদ্ধান্তের কথা জানায় বোর্ড৷ বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মসজিদের জন্য বিকল্প ৫একর জমি দেওয়ার আদালতের সিদ্ধান্ত তাদের মৌলিক অধিকারের মূল্যবোধকে আঘাত করেছে যা জাতীয় লজ্জা৷ সেক্ষেত্রে ওই জমি নেওয়ার কোনো প্রশ্নই ওঠেনা৷

বোর্ড সভাপতি জাফরিয়াব জিলানি বলেন ওয়াকফ আইন ১৯৫১ এবং ইসলামিক শাহরিয়ায় মসজিদের জমি স্থানান্তর বা বিকল্প জমি গ্রহণের কোনো বিধান নেই৷ সেক্ষেত্রে সুন্নি ওয়াকফ বোর্ডের , বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের এই দৃষ্টিভঙ্গিকে মান্যতা দেবে বলেই মনে করেন তিনি৷ বোর্ডের আরএক সভাপতি ধর্মীয় দিকটি উল্লেখ করে বলেছেন কোনো জমিতে একবার মসজিদ তৈরি হলে তা চিরকাল মসজিদের জন্যই থাকে৷ সেই জমির বিনিময়ে সেখানে অন্য কোনো কিছু হতে পারে না৷

তিনি আরও বলেন সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা জাতীয় লজ্জা এবং ১৯৪৫ সালে সেখানে হিন্দু মুর্তি প্রতিষ্ঠা করে ওই জায়গাটির অবমাননাও আইন লঙ্ঘন৷ উল্লেখ্য এদিনের বৈঠকে উপস্থিত বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দীন ওয়াইসি৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আর কোনও আর্জি জানাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল সুন্নি ওয়াকফ বোর্ড৷ বিষয়টিকে ‘ক্লোজড চ্যাপটার’ হিসাবে উল্লেখ করেছিল তারা৷ এই বোর্ডের হাতেই মসজিদের জন্য বিকল্প ৫একর জমির ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + nineteen =