প্রেমে প্রত্যাখ্যান! বদনাম করতে তরুণীকে ‘সেক্স টয়’ পাঠাল যুবক

প্রেমে প্রত্যাখ্যান! বদনাম করতে তরুণীকে ‘সেক্স টয়’ পাঠাল যুবক

মম্বই:  প্রতিবেশি তরুণীর প্রেম হাবুডুবু খাচ্ছিলেন তিনি৷ প্রেমের প্রস্তাবও দিয়ে বসেন৷ কিন্তু পত্রপাঠ তা ফিরিয়ে দেন ওই তরুণী৷ আর তাতেই যত বিপত্তি৷ ওই তরুণীকে হেনস্থা করতে তাঁর বাড়িতে ‘সেক্স টয়’ পাঠাতে শুরু করে বছর ২৬-এর ওই যুবক৷ 

আরও পড়ুন- ভারতীয় বিমান হাইজ্যাক করেই ৯/১১-র মতো হামলা! হুমকি ফোনে ত্রস্ত দিল্লি

হ্যাঁ, ঠিক এমন কাণ্ডই করে বসেন কুণাল অঙ্গকার নামে মুম্বইয়ের ওই যুবক৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে৷ প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারি মাসে৷ তবে সম্প্রতি তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ জানা গিয়েছে, এক বার নয়, গত পাঁচ মাস ধরে ওই তরুণীর বাড়িতে সেক্স টয় পাঠাচ্ছিলানে কুণাল৷ এই সেক্স টয় কেনা হচ্ছিল অনলাইনে, ক্যাস অন ডেলিভারি সিস্টেমে৷ অর্থাৎ এর জন্য টাকা গুনতে হচ্ছিল ওই তরুণীকেই৷  অন্যদিকে, ওই তরুণীর ফোন নম্বর পর্ন সাইটেও আপলোড করে দেন কুণাল অঙ্গকার৷

ফেব্রুয়ারি মাসে মালাড থানায় প্রথম এ বিষয়ে নালিশ জানান ওই তরুণী৷ প্রথমে তথ্য প্রযুক্তিআইন মামলা দায়ের করা হলেও পরে তা সাইবার ক্রাইম বিভাগে পাঠিয়ে দেওয়া হয়৷ এর পরেই কুণালের খোঁজ শুরু করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ৷ প্রথমেই ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে অভিযুক্তের ঠিকানা জানার চেষ্টা করা হয়৷ কিন্তু দেখা যায় ই-কমার্স সাইটে সঠিক ঠিকানা দেয়নি অভিযুক্ত৷ এর পর ভিপিএন সংক্রান্ত তথ্য জোগাড় করতে গিয়ে পুলিশ জানতে পারে, প্রতিবারই আইপি অ্যাড্রেস পরিবর্তন করা হয়েছে৷ অবশেষে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে অপরাধীর পর্দা ফাঁস করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ৷ খোঁজ মেলে কুণালের৷ এর পরেই সেক্স টয় পাঠানোর অভিযোগে তাঁকে শ্রীঘরে পাঠান হয়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =