২২ তলার বাড়ির কার্নিশে ভয়ঙ্কর স্টান্ট! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে তরুণ

২২ তলার বাড়ির কার্নিশে ভয়ঙ্কর স্টান্ট! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে তরুণ

fedf9638e53c551b1dac663d55511851

মুম্বই: ভয়ঙ্কর বিভিন্ন ধরণের স্টান্টের ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হচ্ছে৷ এক্ষেত্রে স্টান্ট যতটা ঝুঁকিপূর্ণ হবে সোশ্যাল মিডিয়ায় তা নেটিজেনদের ততটাই বাহবা কুড়োবে৷ লাইক ও শেয়ারের সংখ্যা হবে ততটাই বেশি৷ এবার এরকমই ভয়ঙ্কর ভিডিও শ্যুট করতে দেখা গেছে মুম্বইয়ে৷ প্রাণের ঝুঁকি নিয়ে সেই ভিডিও শ্যুট করা হয়৷ ভয়ঙ্কর স্টান্টের সেই ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

মুম্বই পুলিশ সূত্রে খবর, ২২ তলার বহুতলের ওপর এই ভিডিও শ্যুট করা হচ্ছিল৷ মুম্বই পুলিশ জানিয়েছে ২২তলার জয় ভারত বিল্ডিংয়ের ওপর এই স্টান্ট ভিডিও শ্যুচ করা হচ্ছিল৷ যেখানে ওই বহুতলের জানলার ওপর থাকা সিমেন্টের তলে বসে প্রথমে এনার্জি ড্রিঙ্ক পান করছিল এক ব্যক্তি৷ এরপর মাত্র ২ মিটার চওড়া সিমেন্টের ওই কার্নিসের ওপর হাতের ওপর ভর করে মাথা নীচে ও পা ওপরে করে স্টান্ট দেখাতে শুরু করে ওই তরুণ৷ তার বন্ধুরা ছাদে দাঁড়িয়ে সেই ভিডিও শ্যুট করছিল৷  

ঘটনায় ওই তরুণ ও তার দুই বন্ধুকে আটক করেছে মুম্বই পুলিশ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই তরুণের খোঁজ শুরু করে পুলিশ৷ এরপর স্থানীয়দের মদতে ওই তরুণ ও তার দুই বন্ধুকে খুঁজে বের করে পুলিশ৷ তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে খবর৷ খান্ডিওয়ালি থানার পুলিশ সুপার রবি আদানে জানিয়েছেন পশ্চিম খান্ডিওয়ালি এলাকার জয় ভারত বিল্ডিংএর ওপর এই ভিডিওটি শ্যুট করা হয়েছে৷ তাদের কাছে কোনওরম নিরাপত্তার সরঞ্জাম ও ব্যবস্থা ছিল না৷ জনপ্রিয় হওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ভিডিও শ্যুট করে ওই তরুণ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

এর আগেও নিজের জীবনের বাজি রেখে সেলফি তুলে বা স্টান্ট ভিডিও করে রাতারাতি জনপ্রিয় হতে দেখা গেছে অনেককেই৷ অনেকে আবার এই ঝুঁকি নিয়ে দিয়ে প্রাণও হারিয়েছেন৷ ২০১৮ সালে ট্রেনের দরজা থেকে বেরিয়ে সেলফি তুলতে গিয়ে অন্য একটি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন এক যুবক৷ দেশের বিভিন্ন রাজ্যেও এরকম ঘটনা ঘটেছে একাধিকবার৷ প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র জনপ্রিয়তার জন্য কি সত্যিই একটা ঝুঁকি নেওয়া আদেও প্রয়োজন রয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *