প্রবল বৃষ্টিতে টানা ৫ ঘণ্টা খোলা ম্যানহোল পাহারা দিলেন মহিলা (ভিডিয়ো)

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি আর তার সঙ্গে করোনা আতঙ্ক জোড়া ফলায় বিদ্ধ মুম্বই। এই মুম্বইয়ে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। বন্যা আর করোনার জেরে মুম্বইয়ের মানুষের ত্রাহি ত্রাহি রব উঠতে শুরু করেছে। কিন্তু এই পরিস্থিতিতে এক মানবিক খবর উঠে এসেছে। মানবিকতা বেঁচে আছে এখনও। দেশে সচেতন নাগরিক এখনও রয়েছেন। এই বিশ্বাসটা মানুষ যেন নতুন করে করতে শুরু করেছেন। 

মুম্বই:  প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ আর তার সঙ্গে করোনা আতঙ্ক৷ জোড়া ফলায় বিদ্ধ মুম্বই। এই মুম্বইয়ে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। বন্যা আর করোনার জেরে মুম্বইয়ের মানুষের ত্রাহি ত্রাহি রব উঠতে শুরু করেছে৷ কিন্তু এই পরিস্থিতিতে এক মানবিক খবর উঠে এসেছে। মানবিকতা বেঁচে আছে এখনও। দেশে সচেতন নাগরিক এখনও রয়েছেন। এই বিশ্বাস যেন নতুন করে আশার আলো দেখালো৷

আরও পড়ুন অভিশপ্ত বিমানের ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট, জীবন দিয়ে রুখেছেন ভয়ঙ্কর বিপদ

 

প্রবল বৃষ্টিতে জেরবার মুম্বই৷ এই পরিস্থিতিতে হঠাৎ করে দেখলেন ম্যানহোল খোলা৷ যাতে কোনও বড় ধরনেপ বিপদ না ঘটে, তা নিশ্চিত করতে এক মহিলা টানা ৫ ঘণ্টা ধরে পাহাড়া দিলেন খোলা ম্যানহোল৷ রাস্তায় গাড়ি, বাইক, সাইলেক পথচারীকে ক্রমাগত সাবধান করতে লাগলেন তিনি৷ পশ্চিম মুম্বইয়ের মাতুয়া তুলসী পাইপরোডে একটি খোলা ম্যানহোলের সামনে পাঁচ ঘণ্টা পাহাড়া দিলেন৷ তাঁর সচেতনতায় মুগ্ধ হয়েছে সকলে৷ তাঁর কথা শুনে বাইক, গাড়ি সকলেই ম্যানহোল থেকে দুরত্ব বজায় রাখছিল৷ নেট দুনিয়ার ওই মহিলার সচেতনতা ভাইরাল হয়ে গিয়েছে। কুর্নিশ করেছেন অনেকে। প্রশংসায় ভরেছে ওই মহিলার ঝুলি।

আরও পড়ুন- সুখবর: ভারতকে ১০ কোটি করোনা টিকা দেবে গেটস ফাউন্ডেশন, জানাল সিরাম ইনস্টিটিউট

 

মুম্বইয়ের ওই মহিলা ফের একবার প্রমাণ করে দিলেন, শুধু ডাক্তার বা সেনা হয়ে দেশের মানুষের সেবা করা যায় না। মানুষের পাশে দাঁড়ানোর অনেক বিকল্প পথ৷ নাগগিরক হিসেবে একটু সচেতন হলে ও মানবিকতা থাকলে অনেক উপায়েই মানুষের পাশে দাঁড়ানো যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =