শহরে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার, নতুন রেকর্ড মুম্বইয়ের

মুম্বই: মুম্বই হল ভারতের মধ্যে প্রথম শহর যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শনিবার মুম্বইয়ে করোনা ভাইরাসের প্রকোপে নতুন করে ১ হাজার ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। আর এর পরই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

মুম্বই: মুম্বই হল ভারতের মধ্যে প্রথম শহর যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শনিবার মুম্বইয়ে করোনা ভাইরাসের প্রকোপে নতুন করে ১ হাজার ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। আর এর পরই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

এখনও পর্যন্ত মুম্বইয়ে ১০ হাজার ১৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর পর্যন্ত মোট ২ লক্ষ ৫০ হাজার ৬১ জন আক্রান্ত হয়েছেন। শনিবার সুস্থ হয়েছেন ৮৯৮ জন। সব মিলিয়ে শহরে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ১৫২ জন। কোভিড-১৯ এর সর্বশেষ বুলেটিনে বিএমসি জানিয়েছে, মুম্বই জেলার করোনা থেকে সুস্থ হওয়া রোগীর হার ৮৮ শতাংশ। করোনার সামগ্রিক বৃদ্ধির হার (১৭-২৩ অক্টোবর) ০.৫৮ শতাংশ। শহরে এখনও পর্যন্ত মোট ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও জানা গিয়েছে যে মুম্বইয়ের ৬৩৩ টি সক্রিয় কনটেনমেন্টন্ট জোন রয়েছে। সেগুলি সিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ৮ হাজার ৫৮৫টি বিল্ডিং। ২৪ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৫৪।

মুম্বইয়ে বিএমসির কোভিড-সম্পর্কিত মৃত্যুর বিষয়ে উদ্ধৃতি দেওয়ার সময় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শহরে ৮৫ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পঞ্চাশোর্ধ্ব মানুষের ক্ষেত্রে। এও জানা গিয়েছে যে এর মধ্যে ৪৪ শতাংশ মানুষের করোনা ধরা পড়েছে। শহরে গড় মৃত্যুর হার ৪ শতাংশ। শহরের কেস ফ্যাটালিটি রেট (সিএফআর) হ্রাস পেয়েছে। দেখা গিয়েছে যে ৬০-৬৯ বয়সের মানুষের মৃত্যু হার বেশি।

অন্যদিকে, মহারাষ্ট্রে শনিবার আরও ৬ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৪ জন। করোনায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে শনিবার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ একটি টুইটে বলেছেন, মহারাষ্ট্রে রোগীর পুনরুদ্ধারের হার ৮৮.৭৮ শতাংশ। মহারাষ্ট্র থেকে আজ পর্যন্ত মোট ১৬ লক্ষ ৩৮ হাজার ৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ লক্ষ ৫৫ হাজার ১০৭ জন করোনা থেকে সেরে উঠেছেন। মারা গিয়েছেন ৪৩ হাজার ১৫২ জন। রাজ্যে এখন সক্রিয় মামলার সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ১৯৪টি। মৃত্যুর হার ২.৬৩ শতাংশ। ২৪ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রে করোনার ৮৫ লক্ষ ৪৮ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =