শাহরুখ পুত্রকে ‘ফাঁসানোর শাস্তি’, চেন্নাইয়ে বদলি সমীর ওয়াংখেড়ে

শাহরুখ পুত্রকে ‘ফাঁসানোর শাস্তি’, চেন্নাইয়ে বদলি সমীর ওয়াংখেড়ে

মুম্বই: বলিউডের ‘বাদশা’ শাহরুখ পুত্র আরিয়ান খানকে ইচ্ছাকৃতভাবে ‘ফাঁসানোর শাস্তি’। মুম্বইয়ের মাদক মামলার তদন্তের দায়িত্বের থাকা প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে সোমবার বাণিজ্য নগরী থেকে বদলি করা হল চেন্নাইয়ে। এদিন অর্থ মন্ত্রকের অধীনে থাকা রাজস্ব বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইন্দিরেক্ট টেক্সেস অন্ড কাস্টমস ওয়াংখেড়ের এই বদলির আদেশ জারি করেছে বলে খবর। প্রসঙ্গত, গত সপ্তাহে মাদক মামলা থেকে নাম সরেছে শাহরুখপুত্র আরিয়ান খানের। তাঁর বিরুদ্ধে এনসিবি জোরালো কোনও প্রমাণ খুঁজে না পাওয়ায় তাঁকে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় বলে জানা যায়। সেদিনই এক অফিসার দাবি করেছিলেন আরিয়ান খানকে জোর করে ফাঁসাতে চেয়েছিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। এছাড়া সমীরের বিরুদ্ধে ভুয়ো জাত সংক্রান্ত শংসাপত্র দাখিল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে। তাই খুব শীঘ্রই এই এনসিবি অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই আশঙ্কাকেই সত্যি করে সোমবার সমীরকে চেন্নাইয়ে বদলির নির্দেশ দেওয়া হল।

২০২১ সালের অক্টোবর মাসের প্রথম দিকে মুম্বইয়ের এক প্রমোদতরীতে আয়োজিত পার্টিতে হানা দেয় এনসিবি। সেই সময় এনসিবির মুম্বই জোনের প্রধান ছিলেন সমীর। ওই পার্টি থেকে গ্রেফতার করা হয় শাহরুখপুত্র সহ আরও বেশ কয়েকজনকে। এই হাইপ্রোফাইল মাদক মামলার তদন্ত পরিচালনা প্রাথমিক দায়িত্ব ছিলেন সমীর। তাঁর নেতৃত্বেই এই মাদক কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন বলিউড ব্যক্তিত্বকে জেরা ও পরে গ্রেফতার করা হয়েছিল। এতে একদিকে যেমন বাড়ছিল সমীরের খ্যাতি, অন্যদিকে তেমনি আরিয়ান খানকে গ্রেফতার পর থেকেই একের পর এক তথ্য উঠে আসতে শুরু করে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। সেই সময় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক দাবি করেছিলেন সরকারি চাকরি পাওয়ার জন্য ভুয়ো জাত সংক্রান্ত শংসাপত্র দাখিল করেছেন সমীর। এছাড়াও অঙ্কিতের বিরুদ্ধে তোলাবাজিসহ আরো বেশ কিছু অনিয়মের’ অভিযোগে তিনি করেছিলেন। এর জেরেই ২০২১ সালের নভেম্বরে এই মামলা তদন্ত থেকে সমীরকে সরিয়ে দেওয়া হয়। তবে পরে তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির মতো গুরুতর অভিযোগও ওঠে। জানা যায় সেই সময় তিনি যে সমস্ত অনুসন্ধান চালিয়েছিলেন সেগুলোর কোনও ভিডিওগ্রাফি করা হয়নি। এমনকি আরিয়ান খানের ফোনের যে চ্যাটকে বিষয়বস্তু করে তাঁকে গ্রেফতার এবং একাধিকবার জেরা করা হয়েছিল সেই বিষয়বস্তু বিশ্লেষণেও বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল পরবর্তীকালে। মূলত সেই সমস্ত কারণেই আরিয়ান খানকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।  সোমবার সমীরকে চেন্নাইয়ে বদলি করার পর জানানো হয়েছে সেখানকার টেক্স ফেয়ার সার্ভিস ডিরেক্টরেটের ডিজি পদ সামলাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *