ICU-তেই যৌন হেনস্থার শিকার করোনা আক্রান্ত পুরুষ রোগী, আটক চিকিৎসক

ICU-তেই যৌন হেনস্থার শিকার করোনা আক্রান্ত পুরুষ রোগী, আটক চিকিৎসক

মুম্বই: আইসিইউ-র ভিতরে করোনা আক্রান্ত পুরুষ রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে৷ ঘটনাটি মুম্বইয়ের ওখার্ড হাসপাতালের৷ জানা গিয়েছে, এই ঘটনার আগের দিনই হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন বছর ৩৪ এর ওই চিকিৎসক৷ 

১ মে ঘটনাটি ঘটে৷ চিকিৎসকের হাতে যৌন হেনস্থার শিকার হতে হয় ৪৪ বছরের এক কোভিড-১৯ পজেটিভ রোগীকে৷ যদিও সংক্রমণের ভয়ে ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হয়নি৷  থানেতে তাঁর অ্যাপার্টমেন্টের মধ্যেই কোয়ারান্টিনে  রাখা হয়েছে৷ তাঁর উপর নজরদারি চালাচ্ছে অগ্রিপদ থানার পুলিশ৷ 

ইতিমধ্যেই ওই চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতালের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঘটনার আগের দিনই ওই চিকিৎসক প্রথম কাজে যোগ দিয়েছিলেন। ঘটনাটি ঘটার পরই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷ ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে৷’’

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসক নভি মুম্বই মেডিকেল কলেজ থেকে এম.ডি. পাস করেন৷ পয়লা মে ওখার্ড হাসপাতালে যোগ দেন৷ ওই দিন সকাল সাড়ে ন’টা নাগাদ হাসপাতালের আইসিইউ-র মধ্যে তিনি ওই পুরুষ করোনা আক্রান্ত রোগীকে যৌন নিগ্রহ করেন৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ২৬৯ এবং ২৭০ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ 

পুলিশ অফিসার জানান, হাসপাতালের এইচআর-এর দেওয়া বয়ান অনুযায়ী ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ এইচআর জানান, ২৮ এবং ২৯ এপ্রিল ইন্টারভিউয়ের পর ৩০ এপ্রিল ওই চিকিৎসককে চাকরিতে নিয়োগ করা হয়৷ চাকরির দ্বিতীয় দিনেই এই ঘটনাটি ঘটে৷’’ অভিযোগে বলা হয়েছে, ওই দিন হাসপাতালের দশ তলায় আইসিইউ-তে থাকা ওই করোনা রোগীকে যৌন প্রস্তাব দেন অভিযুক্ত চিকিৎসক। রোগীটি প্রতিরোধের চেষ্টা করলেও চিকিৎসক তাঁকে যৌন নিগ্রহ করতে উদ্যত হন৷ এর পরই  রোগীটি ঘণ্টা বাজান এবং আইসিইউ-এর বাইরে কর্মরত অন্যান্য কর্মীরা ভিতরে চলে আসেন৷  ওই রোগী তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। তবে ওই  রোগী এবং অভিযুক্তের বয়ান এখনও নেওয়া হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =