মুম্বই: করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু তৃতীয় বারের জন্য করোনাভাইরাস আক্রান্ত হলেন মুম্বইয়ের ডাক্তার। ভ্যাকসিন নেওয়ার পরেও ভাইরাসের থেকে রক্ষা পেলেন না তিনি। গত বছর জুলাই মাস থেকে মোট তিনবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের ডাক্তার শ্রুতি হালারি। তৃতীয়বার চিনি কিভাবে করোনাভাইরাস আক্রান্ত হলেন সেটা নিজেও বুঝতে পারছেন না। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে গত বছর জুলাই মাসে প্রথমবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় ঠিক হয়ে যাবার পর চলতি বছর মাত্র এক মাসের মধ্যে পরপর দুবার ভাইরাস আক্রান্ত হয়েছেন শ্রুতি। এদিকে গতবার আক্রান্ত হওয়ার সময় তার বাবা-মা আক্রান্ত না হলেও, এবার তার বাবা-মা সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরেও কি করে তৃতীয়বারের জন্য তিনি ভাইরাস আক্রান্ত হলেন সেটা কিছুতেই বুঝতে পারছেন না মুম্বইয়ের এই ডাক্তার। তিনি জানাচ্ছেন, প্রথমবার তিনি অনেক করোনাভাইরাস আক্রান্ত রোগী দেখেছিলেন তাই তার আক্রান্ত হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দুবার তিনি কিভাবে আক্রান্ত হলেন ভাইরাসের তা নিজেও জানেন না। মাস্ক পরা থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখার মতন সমস্ত করোনাভাইরাস নিয়ম বিধি মেনে চলতেন বলে জানিয়েছেন তিনি। তা সত্ত্বেও তৃতীয় বারের জন্য ভাইরাস আক্রান্ত হয়েছেন এই ডাক্তার।
গত বছর ১৭ জুন তিনি প্রথমবার করোনা আক্রান্ত হন। এরপরে চলতি বছর ২৯ মে এবং ১১ জুলাই করোনা আক্রান্ত হন। এর আগে তিনি করোনা টিকা নিয়েছিলেন। প্রথম দুই বার তিনি করোনা আক্রান্ত হওয়ার সময় হাসপাতালে ভর্তি হননি। তবে তৃতীয়বারের বেলায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিশিল্ড টিকা নিয়েছিলেন তিনি।