মুম্বইয়ে ফের লাগামছাড়া সংক্রমণ, একদিনে পজিটিভিটি রেট বেড়ে ৮.৪ শতাংশ

মুম্বইয়ে ফের লাগামছাড়া সংক্রমণ, একদিনে পজিটিভিটি রেট বেড়ে ৮.৪ শতাংশ

মুম্বই: ওমিক্রনের দাপট কাটিয়ে উঠে যখন একটু একটু করে ফের স্বাভাবিক হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, ঠিক তখনই মুম্বাইয়ে ফের মাথাচাড়া দিল করোনার মাত্রাছাড়া দৈনিক সংক্রমণ। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই মুম্বইয়ে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। বুধবার সকালে কেন্দ্রের করোনা রিপোর্টে দেখা যায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে দক্ষিণের রাজ্য কেরলকে ছাপিয়ে গিয়েছে মুম্বই।  চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এত বেশি দৈনিক আক্রান্ত পরিলক্ষিত হয়নি বাণিজ্য নগরীতে। আর তার জেরেই ফের মাথাচাড়া দিচ্ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা।

 বুধবার বিকেলের করোনার বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, একদিনে মুম্বাইয়ের পজিটিভিটি রেট ৬ শতাংশ থেকে বেড়ে এক ধাক্কায় ৮.৪ শতাংশে পৌঁছেছে। বুধবার সকালে যেখানে সমগ্র মহারাষ্ট্রে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৭২৬-এ দাঁড়িয়েছিল সেখানে বিকেলের মধ্যে শুধুমাত্র মুম্বই শহরেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩৯। প্রসঙ্গত, চলতি বছরে ১ ফেব্রুয়ারির পর বাণিজ্য নগরীতে এত ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ আর পরিলক্ষিত হয়নি। গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে শেষ বার দৈনিক  করোনা আক্রান্তের সংখ্যা আটশোর ঘরে পৌঁছেছিল।

 জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় করোনা পরিস্থিতির মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্য নগরীর করোনার সংক্রমণ প্রসঙ্গে বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘দৈনিক নতুন করোনার কেশগুলো সম্প্রতি মুম্বাইতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্ষার এই মরশুমে আগামীতে আরও দ্রুত বৃদ্ধি পেতে পারেন সংক্রমণের হার।’ আর তাই তাদের দাবি, ১২-১৮ বছর বয়সীদের যে টিকাদান অভিযান চলছে সেই অভিযান এবং সঙ্গে বুস্টার ডোজের  অভিযান আরও ব্যাপকভাবে শুরু হোক শহরের প্রতিটি প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =