করোনার আঁতুড় ঘর উহানকে ছাপিয়ে গেল মুম্বই, বাংলায় বাড়ছে সংক্রমণ

করোনার আঁতুড় ঘর উহানকে ছাপিয়ে গেল মুম্বই, বাংলায় বাড়ছে সংক্রমণ

কলকাতা: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ৷ শুরু হয়েছে আনলক ওয়ান৷ কিন্তু জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ দিনে দিনে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌঁনে দু’লাখ৷ এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জন৷ বেড়েছে মৃত্যুর সংখ্যা৷ একইসঙ্গে বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ দেশের উদ্বেগ বাড়িয়ে করোনার আঁতুড় ঘর বলে পরিচিত উহানকে ছাপিয়ে গিয়েছে একা মুম্বই৷

করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জন৷ পরপর এক সপ্তাহ ধরে সংক্রমিত হয়েছেন ৯ হাজার৷ মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার পেরিয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৪৫৷ একদিনে মৃত্যুর সংখ্যা ২৭৪ জন৷ করোনার আঁতুড় ঘর বলে পরিচিত উহানকে ছাপিয়ে গিয়েছে মুম্বই৷ শুধুমাত্র মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ৷ কিন্তু এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ২৩৪ জন৷

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে করোনা৷ বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁইছুঁই৷ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৭২ জন৷ কলকাতা ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন৷ এমনই তথ্য মিলেছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে৷মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে, গত ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৪০০ বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন৷ সেই সংখ্যাটা গত মঙ্গলবার কিছুটা কমেছে৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৯৮৫ জন৷ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের৷ মোট করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৪১৫ জনের৷ এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর পরিসংখ্যানে অন্য কোনও রোগের কারণে মৃত্যুর পরিসংখ্যান তুলে দেওয়া হয়েছে৷ আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারে৷ এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ৬২০ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =