ঝাড়খণ্ডে লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা, মৃত ২, আহত বহু

কলকাতা: ফের বিপর্যয়৷ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল৷ মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ লাইন থেকে ছিটকে যায় হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি…

কলকাতা: ফের বিপর্যয়৷ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল৷ মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ লাইন থেকে ছিটকে যায় হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের বেশ কয়েকটা কামরা।

প্রাথমিক জানা যাচ্ছে, হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে  এখনও পর্যন্ত দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে৷  আহত কমপক্ষে ২০৷ তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে দিয়েছে রেল৷ এগিয়ে আসেন স্থানীয় মানুষজনও৷

 

জানা গিয়েছে, আগে থেকেই বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয়ে যায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এক্সপ্রেস বা হাওড়া-মুম্বই মেল ভায়া নাগপুর। হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে৷ নম্বর: 033-26382217 (০৩৩-২৬৩৮২২১৭) এবং 94333-57920 (৯৪৩৩৩৫৭৯২০)৷