বিরোধী শিবিরে দাঁড়িয়ে মোদিকেই পরবর্তী প্রধানমন্ত্রী চাইলেন মুলায়ম

নয়াদিল্লি: বিরোধী শিবিরে দাঁড়িয়ে মোদির হয়ে সওয়াল করলেন মুলায়ম সিং যাদব৷ বুধবার শেষ অধিবেশনে ইউপিএ চেয়ারম্যান সোনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন৷ তবে, এই মন্তব্য যে ভুল করে বলে ফেলেছেন, তা নয়৷ এদিন সংসদে দাঁড়িয়ে সেচেতন ভাবেই সপা প্রধান সমাজবাদীর পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব ঘোষণা করেন, রাহুল নয়, দেশের

বিরোধী শিবিরে দাঁড়িয়ে মোদিকেই পরবর্তী প্রধানমন্ত্রী চাইলেন মুলায়ম

নয়াদিল্লি: বিরোধী শিবিরে দাঁড়িয়ে মোদির হয়ে সওয়াল করলেন মুলায়ম সিং যাদব৷ বুধবার শেষ অধিবেশনে ইউপিএ চেয়ারম্যান সোনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন৷ তবে, এই মন্তব্য যে ভুল করে বলে ফেলেছেন, তা নয়৷

এদিন সংসদে দাঁড়িয়ে সেচেতন ভাবেই সপা প্রধান সমাজবাদীর পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব ঘোষণা করেন, রাহুল নয়, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই৷  বিরোধী নেতার এই মন্তব্য শুনে হাত জোড় করে মুলায়ম সিং যাদবকে অভিবাদন জানান মোদি৷ সমর্থন করেন বিজেপির সাংসদরাও৷ মুলায়ম সিং যাদবের মন্তব্য শুনে মুখে হাত রেখে হেসেও ফেলেন সোনিয়া৷ বিরোধী নেতাও তখন টেবিল বাজিয়ে মুলায়মকে সমর্থন জানান৷

তিনি বলেন, ‘‘সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ৷ আমি চাই যে সব সদস্যরা আবার জিতে আসুন৷ আর আপনি আবার প্রধানমন্ত্রী হোন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + seven =