লখনউ: ভোটের দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে উত্তরপ্রদেশে রাজনীতির খেলা৷ একের পর এক নেতা যখন বিজেপি ছেড়ে সামজবাদী পার্টিতে ভিড় জমাচ্ছেন, তখন ধাক্কা খেল অখিলেশ যাদবের দল৷ ভাঙন ধরল খোদ যাদব পরিবারেই৷ সপা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব।
আরও পড়ুন- এরেই কয় ভুরিভোজ! সংক্রান্তিকে হবু জামাইকে ৩৬৫ পদে আপ্যায়ণ শাশুড়ি মায়ের
আর কয়েক সপ্তাহ বাদেই ভোট উত্তরপ্রদেশে৷ তার আগে যথারীতি শুরু হয়েছে দল বদলের খেলা৷ প্রথম পর্বে দেখা গিয়েছিল যোগীর মন্ত্রিসভার ভাঙন৷ তিন মন্ত্রী-সহ একাধিক বিধায়ককে ভাঙিয়ে রীতিমতো বিজেপি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অখিলেশ। এ বার পাল্টা দান বিজেপি’র। ভাঙন ধরাল মুলায়মের ঘরেই৷ তাঁর ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যোগ দিলেন বিজেপি-তে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং-এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অপর্ণা৷ যা সমাজবাদী পার্টির কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনীতির কারবারিরা৷
বেশকিছু দিন ধরেই মোদীস্তুতি শোনা যাচ্ছিল অপর্ণার মুখে৷ তবে ২০১৭-সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটেই লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে লড়েছিলেন অপর্ণা৷ কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রীতা বহুগুনা জোশীর কাছে পরাজিত হন মুলায়মের পুত্রবধূ৷ ‘বাওরে’ নামে একটি রয়েছে অপর্ণার। এই সংস্থা মহিলা সুরক্ষার জন্য কাজ করে থাকে। পাশাপাশি বয়স্ক গবাদি পশুদের জন্য মাথা গোঁজার ব্যবস্থাও করেন তিনি। শুধু তাই নয়, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ১১ লক্ষ টাকাও দান করেছেন অপর্ণা। সাম্প্রতিক অতীতে অপর্ণার মুখে শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের গুণগান৷ তখন থেকেই জল্পনা, এবার হয়তো সাইকেল ছেড়ে পদ্ম শিবির নাম লেখাবেন তিনি৷ মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল৷
উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে৷ চলবে ৭ মার্চ পর্যন্ত। ১০ মার্চ ভোটগণনা।