MSME: ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর! বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লি: ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিশেষ ক্রেডিট গ্যারান্টি প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এমএসএমই-র (MSME) জন্য…

nir mam

নয়াদিল্লি: ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিশেষ ক্রেডিট গ্যারান্টি প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এমএসএমই-র (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম আনা হবে। ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য যা তৈরি করা হবে৷ এগুলি ঋণ দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক। সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ মঞ্জুর করবে৷ যাঁরা আগের ঋণ শোধ করবে, তাঁদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে৷  কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, ‘‘সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোনের পরিমাণ বেড়ে ২০ লক্ষ টাকা করা হবে।’