‘মারাঠা কিং’ অক্ষয়ের কাপড় ধোওয়ার দৃশ্য! বিজ্ঞাপনে সমালোচনার ঝড়

‘বাদশাহর সেনাবাহিনী শত্রুদের কীভাবে পরাজিত করতে হয় শুধু সেটাই জানে এমন নয়, কীভাবে কাপড় ধোয়া যায় তাও জানে৷’ নতুন বছরে (৩ জানুয়ারি) জনপ্রিয় নির্মা ওয়াশিং পাউডার-এর বিজ্ঞাপনের ডায়লগ৷ মারাঠা পোশাকে এই ডায়লগের জেরে আবারও জোরদার চর্চা বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে৷

মুম্বই: ‘বাদশাহর সেনাবাহিনী শত্রুদের কীভাবে পরাজিত করতে হয় শুধু সেটাই জানে এমন নয়, কীভাবে কাপড় ধোয়া যায় তাও জানে৷’ নতুন বছরে (৩ জানুয়ারি) জনপ্রিয় নির্মা ওয়াশিং পাউডার-এর বিজ্ঞাপনের ডায়লগ৷ মারাঠা পোশাকে এই ডায়লগের জেরে আবারও জোরদার চর্চা বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে৷

বিজ্ঞাপনে মারাঠাদের রাজা হিসেবে দেখানো হয়েছে তাঁকে৷ যুদ্ধ শেষে সেই মারাঠা রাজা তার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে  বাড়ি ফেরেন৷ স্ত্রী-র ধমকে যুদ্ধের মলিন বস্ত্র ধোয়ার কাজে লেগে যান সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে৷ আর এতেই বেজায় চটেছেন মারাঠা সম্প্রদায়ের মানুষ৷ নেটিজেনরা মনে করছেন এই বিজ্ঞাপনটিতে মারাঠা যোদ্ধাদের বীরত্বকে অসম্মান করা হয়েছে৷ ইতিমধ্যেই #BoycottNirma পেজ থেকে অক্ষয় কুমার সহ 'নির্মা'-কম্পানিকেও রীতিমত হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

'হিন্দু জাগনজাগুর্তি' সমিতি এই বিজ্ঞাপনটি সমস্ত মাধ্যম থেকে প্রত্যাহার করে, এর জন্য অক্ষয় ও নির্মা কম্পানির মালিককে ক্ষমা চেয়ে নিতে বলেছেন৷ আবার কেউ বলছেন এই অন্যায়ের কোনো ক্ষমা নেই৷ কেউ প্রশ্ন তুলেছেন কেন এই ধরণের অপমানজনক বিজ্ঞাপন তৈরি করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে মজা করা হয়? 
এই বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমারের বিরুদ্ধে সোমবার মুম্বাইয়ের ভারালি থানায় একটি অভিযোগও দায়ের করা হয়৷

সূর্যকান্ত জগন্নাথ যাদব নামে অভিযোগকারী অভিযোগ করেছেন, মহারাষ্ট্রের মানুষ এই বিজ্ঞাপনে গভীরভাবে আহত হয়েছে৷ মহারাষ্ট্রীয় সংস্কৃতিকে “দুষিত করার” জন্য নির্মা লিমিটেড এবং অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন তিনি৷ উল্লেখ্য, সম্প্রতি  জামিয়া-মিলিয়া নিয়ে একটি পোস্টে লাইক দিয়ে কট্টর সমালোচনার মুখে পড়েন এই বলিউড অভিনেতা৷ যদিও সেটি ভুলবশত হয়ে গেছিল বলে ক্ষমাও চেয়ে নেন অক্ষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =