বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ সাংসদের

নয়াদিল্লি: বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সাংসদ সাবিত্রীবাই ফুলে। উত্তরপ্রদেশের বাহরাইচ সংরক্ষিত কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন। তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। যোগ দেওয়ার পর সাবিত্রীবাই বলেন, সংবিধান রক্ষা করার জন্যই তিনি কংগ্রেসে এসেছেন। ৬ ডিসেম্বর সাবিত্রীবাই বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন। তাঁর অভিযোগ, বিজেপি জাত-ধর্মের নামে দেশকে ভাগ করছে। অন্যদিকে, ত্রিপুরার

669769739236f5f48f9bbc3da96ee6b3

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ সাংসদের

নয়াদিল্লি: বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সাংসদ সাবিত্রীবাই ফুলে। উত্তরপ্রদেশের বাহরাইচ সংরক্ষিত কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন। তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

যোগ দেওয়ার পর সাবিত্রীবাই বলেন, সংবিধান রক্ষা করার জন্যই তিনি কংগ্রেসে এসেছেন। ৬ ডিসেম্বর সাবিত্রীবাই বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন। তাঁর অভিযোগ, বিজেপি জাত-ধর্মের নামে দেশকে ভাগ করছে। অন্যদিকে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মনও বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। তাঁকে দলে ফিরে আসায় স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত মানিক্য। সমীরবাবু বিজেপির মন্ত্রী সুদীপ রায়বর্মণের বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *