ভোপাল: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ করোনা বিনাশের অস্ত্র খুঁজছেন গোটা বিশ্বের বিজ্ঞানীরা৷ কে প্রথম নিয়ে আসবে করোনা টিকা? তা নিয়ে চলছে বিজ্ঞানের প্রতিযোগিতা৷ কিন্তু, বিজ্ঞানীরা দিন-রাত এক করে চেষ্টা চালিয়ে গেলেও সেই ভ্যাকসিন কবে বাজারে আসবে, তা এখনই নিশ্চিত কোনও তথ্য মিলছে না৷ তবে এসবের মাঝে করোনা তাড়াতে ‘অদ্ভূত’ দাবি করে বসলেন বিজেপি নেতা রামেশ্বর শর্মা৷
বিজেপি নেতা, রামেশ্বরের আরও একটি পরিচয় আছে৷ তিনি মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার৷ সাংবিধানিক ভাবে বেশ গুরুত্বপূর্ণ পদ এটি৷ মধ্যপ্রদেশ বিধানসভার গুরুত্বপূর্ণের পদের দাবি দায়িত্বে থাকা প্রবীণ এই বিজেপি নেতা বিজ্ঞানের যুক্তি উড়িয়ে মনেপ্রাণে বিশ্বাস করছেন, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজ একবার শুরু হয়ে গেলেই গোটা পৃথিবী থেকে করোনা ভাইরাস পালানোর পথ পাবে না৷ এক মুহূর্তে মহামারী কেটে যাবে রামন্দিরের নির্মাণ শুরু হলেই৷
সংবাদমাধ্যমে রামেশ্বর দাবি করেছেন, ‘ভগবান রামচন্দ্র মানবজাতির কল্যাণে দুষ্টের দমন করেছিলেন৷ ঠিক একই ভাবে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনার হলেই মুহূর্তের মধ্যে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যাবে৷’ বিজেপি নেতার ওই দাবি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও নেটপাড়ায় তীব্র ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে৷ উঠেছে সমালোচনার ঝড়৷