প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খরচ হবে ২৩ কোটি! তাও ৪ ঘণ্টায়

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খরচ হবে ২৩ কোটি! তাও ৪ ঘণ্টায়

e731264fca887509e510a7a356b629c5

ভোপাল: বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে অনুষ্ঠান করছে মধ্যপ্রদেশ সরকার। আগেই ঘোষণা করা হয়েছিল যে এবার থেকে ১৫ নভেম্বর পালন করা হবে বিরসা মুন্ডার জন্ম দিবস, যার নাম হবে জনজাতীয় গৌরব দিবস। সেই দিনটিকে পালন করতে যে অনুষ্ঠান আয়োজন করেছে মধ্যপ্রদেশ বিজেপি সরকার সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোপালে এই অনুষ্ঠানে মাত্র ৪ ঘণ্টার জন্য উপস্থিত থাকবেন তিনি আর তাতেই বিজেপি সরকার খরচ করছে প্রায় ২৩ কোটি টাকা! 

সরকারি সূত্রে জানা গিয়েছে, চার ঘণ্টার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত না থাকলেও থাকবেন দেড় ঘন্টার জন্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ২ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখতে আসবেন বলে জানা গিয়েছে। সেই প্রেক্ষিতে শুধুমাত্র প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন তার জন্য ২৩ কোটি টাকা খরচ করছে মধ্যপ্রদেশ বিজেপি প্রশাসন। এর মধ্যে ১০ কোটি টাকার উপর খরচ করা হবে জনজাতি ভক্তদের জাম্বুরি ময়দানে আনতে, যেখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরো জানা গিয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার এবং শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে ওঠা প্রথম স্টেশন হাবিবগঞ্জ রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি।

হিসাব বলছে, মঞ্চ সাজানো থেকে শুরু করে জনজাতি মানুষদের যাতায়াত এবং থাকা-খাওয়ার পেছনে ওই ১০ কোটি টাকার মতো খরচ করা হবে। মোট ৫২ জেলা থেকে মানুষ আসবেন এই অনুষ্ঠানে তাই তাদের থাকার জন্য তাঁবু সাজানো হচ্ছে। সবমিলিয়ে অনুষ্ঠান সফল করার ক্ষেত্রে কোন পদক্ষেপ বাকি রাখছেনা মধ্যপ্রদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *