‘গত জন্মের কথা জানতে গীতা পড়ব, রবিরার ছুটি দিন ’, ভাইরাল মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ারের দরখাস্ত

‘গত জন্মের কথা জানতে গীতা পড়ব, রবিরার ছুটি দিন ’, ভাইরাল মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ারের দরখাস্ত

ভোপাল: অভিনব আবেদন! আজব কারণ দেখিয়ে রবিবার ছুটির জন্য দরখাস্ত করলেন মধ্যপ্রদেশের এক সরকারি ইঞ্জিনিয়র৷ ছুটির আবেদনের সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ কিন্তু চিঠিতে এমন কী লিখলেন তিনি? 

আরও পড়ুন- আবার রক্তক্ষরণ কাশ্মীরে! জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার, শহিদ ৫ জওয়ান

রবিবার ছুটির আবেদন জানিয়ে ওই ইঞ্জিনিয়র লেখেন, নিজের পূর্ব জন্ম সম্পর্কে আরও ভালো ভাবে জানতে রবিবার গীতা পাঠ করতে চান তিনি৷ সম্প্রতি স্বপ্নে নিজের অতীত সম্পর্কে জানতে পেরেছেন৷ সেই অতীত সম্পর্কে আরও গভীর ভাবে জানতেই গীতা পাঠ করতে চান৷ এমনকী নিজের অহংবোধ খণ্ডতে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করার কথাও জানান তিনি৷ এদিকে এহেন ছুটির আবেদন দেখে চক্ষু চড়কগাছ উচ্চ পদস্থ কর্তৃপক্ষের৷ 

আবেদনকারী ওই সাব ইঞ্জিনিয়রের নাম রাজকুমার যাদব৷ তিনি মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার মনরেগা প্রকল্পের সাব ইঞ্জিনিয়র৷ সিইও-কে লেখা চিঠিতে তিনি নিজের স্বপ্নের পূর্ণব্যাখ্যা দিয়েছেন৷ রাজকুমার লেখেন, ‘‘আমি স্বপ্নে দেখেছি মিম-প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি আমার গত জন্মের বন্ধু৷ আগের জন্মে তাঁর নাম ছিল নকুল৷ আরএসএস প্রধানও আমার স্বপ্নে এসেছেন৷ তাঁর নাম ছিল শকুনি মামা৷ গত জন্মের কথা আরও বিস্তারিত জানতেই গীতা রাঠের সিদ্ধান্ত নিয়েছি৷’’

এখানেই থামেননি রাজকুমার৷ তিনি আরও বলেন, নিজের মনের ভিতরে আধ্যাত্মিক চিন্তাবোধ জাগ্রত করতে চান৷ তাই সপ্তাহে একদিন করে গীতা পাঠ করবেন তিনি৷ ওই দিন বাড়ি বাড়ি ভিক্ষাও করবেন৷ যাতে অহংবোধ শেষ হয়৷ সেই কারণেই ছুটি চেয়েছেন তিনি৷ রাজকুমার যতই গল্প বানান, তা কর্তৃপক্ষের কাছ ধোপে টেকেনি৷ ছিঁড়ে ফেলা হয়েছে তাঁর আবেদনের দরখাস্ত৷ উল্টে রবিবার তাঁর হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে৷ কর্তৃপক্ষের পাল্টা দাবি, দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে না৷ অফিসে এসে কঠোর পরিশ্রম করুন৷ তাহলেই অহং বোধ শেষ হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =