করোনা আক্রান্ত প্রথম মুখ্যমন্ত্রী, কোয়ারেন্টিন থেকে রাজ্য চালাবেন শিবরাজ

করোনা আক্রান্ত প্রথম মুখ্যমন্ত্রী, কোয়ারেন্টিন থেকে রাজ্য চালাবেন শিবরাজ

 

ভোপাল:  করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। তবে তিনি এখনও হাসপাতালে ভর্তি হননি৷ হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি করোনায় আক্রান্ত হলেন৷

আরও পড়ুন- কুর্নিশ! এই যুবকের শরীরে প্রথম প্রয়োগ দেশীয় কোভ্যাকসিন, দেখা দিচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া?

শনিবার টুইটে শিবরাজ সিং চৌহান বলেন, ‘প্রিয় রাজ্যবাসী, প্রথমে আমার করোনা উপসর্গ দেখতে পাওয়া গিয়েছিল। রিপোর্টে করোনা পজিটিভ আসে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষার আর্জি জানাচ্ছি৷ আমার নিকট আত্মীয়রা কোয়ারেন্টিনে চলে গিয়েছেন।’  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন,  তিনি করোনা সুরক্ষা-বিধি মেনে চলছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন৷ এরপরেই তিনি রাজ্যবাসীকে উদ্দেশ্য করে বলেন, করোনা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি সব ধরনের চেষ্টা করেছেন৷ কিন্তু কাজের প্রয়োজনে তাঁকে অনেক মানুষকে সঙ্গে মিশতে হয়৷ সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন-সন্তানের শিক্ষায় গরু বেচে স্মার্টফোন কেনা কুলদীপকে সাহায্য সোনুর

তিনি জানিয়েছেন, করোনার কবলে পড়লেও তিনি বাড়ি থেকে যথাসম্ভব কাজ করে যাবেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রশাসনিক বৈঠক সারবেন, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। তাঁর অনুপস্থিতিতে অন্যান্য মন্ত্রীরা বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- কাশ্মীর থেকে দিল্লি, প্রতিদিন ১০০০ কিমি উড়ে শিশুর কাছে আসে মায়ের দুধ

শনিবার সকাল আটটা পর্যন্ত মধ্যপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬,২১০। মৃত্যু হয়েছে ৭৯১ জনের। সেরে উঠেছেন ১৭,৮৬৬ জন। পাশাপাশি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায়  ৪৮ হাজার ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরও ৭৫৭ জনের দেশে করোনায় মৃত্যু হয়েছে৷ ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ টি। সুস্থ মানুষের সংখ্যা ৮ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৫৮ জনের। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। ভারতে করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে ছয় নম্বরে রয়েছে।  আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালির পর ভারত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *