মাকে গানপয়েন্টে রেখে কিশোরীকে ধর্ষণ, অ্যাসিডে পুড়ল নির্যাতিতা

আজ বিকেল: মায়ের মাথায় বন্দুক ঠেকিয়েও ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ করতে পারেনি। রাগ মেটাতে নির্যাতিতার মুখে অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায় আলিগঞ্জের গঙ্গা বিহার কলোনিতে। গুরুতর আহত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত নির্যাতিতা এখনও ট্রমাটাইজড হয়ে আছে। তাকে স্বাভাবিক করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল সূত্রের খবর ওই কিশোরীর আঘাত

মাকে গানপয়েন্টে রেখে কিশোরীকে ধর্ষণ, অ্যাসিডে পুড়ল নির্যাতিতা

আজ বিকেল: মায়ের মাথায় বন্দুক ঠেকিয়েও ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ করতে পারেনি। রাগ মেটাতে নির্যাতিতার মুখে অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায় আলিগঞ্জের গঙ্গা বিহার কলোনিতে। গুরুতর আহত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত নির্যাতিতা এখনও ট্রমাটাইজড হয়ে আছে। তাকে স্বাভাবিক করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রের খবর ওই কিশোরীর আঘাত গুরুতর। মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে। সবমিলিয়ে ৮০ শতাংশ বার্ন ইনজুরি রয়েছে তার। চিকিৎসা চলছে, এদিকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে আলিগঞ্জ থানার পুলিশ। তবে দুষ্কৃতীরা এখনও পর্যন্ত অধরাই রয়েছে।

জানা গিয়েছে অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে খেয়ে দেয়ে নিজেদের ঘরেই ঘুমোচ্ছিল কিশোরী। গোটা কলোনি ঘুমের ঘোরে চলে যেতেই দুঃস্বপ্নময় ঘটনাটি ঘটে। আচমকাই একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হানা দেয়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রথমেই কিশোরীর মাকে আক্রমণ করে। তখন ঘুমিয়ে কাদা মেয়েটি। ওই গৃহবধূকে গানপয়েন্টে রেখে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বিপদ আঁচ করে অন্ধকারের মধ্যেই পালাতে সক্ষম হয় সে, তবে তক্ষণে বড় দেরি হয়ে গিয়েছে।  ধর্ষণ সফল না হওয়ায় নির্যাতিতাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =