প্রথম পদক্ষেপ, মাকে জড়িয়ে উঠে দাঁড়ানোর প্রথম লড়াই, ভাইরাল

প্রথম পদক্ষেপ, মাকে জড়িয়ে উঠে দাঁড়ানোর প্রথম লড়াই, ভাইরাল

নয়াদিল্লি: ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব৷’

টালমাটাল পায়ে উঠে দাঁড়ানোই তো জীবনের প্রথম চ্যালেঞ্জ৷ এই চ্যালেঞ্জ শুধু মানব জাতির নয়, সমগ্র প্রাণিকূলের৷ আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকে মা৷ সম্প্রতি একটি সদ্যজাত হস্তিশাবকের প্রথম হাঁটতে শেখার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ যা সত্যিই মন ছুঁয়ে যায়৷ বারবার পড়ে যাওয়ার পর শাবকটির ফের উঠে দাঁড়ানোর মরিয়া প্রয়াস আমাদের উদ্বুদ্ধ করে৷ হার না মানা চেষ্টা তাকে শেখায় পথ চলা৷

সোশ্যাল মিডিয়ায় ফের আরও একটি মনমুগ্ধকর ভিডিও শেয়ার করলেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার পারভীন কাসোয়ান৷ যেখানে আমরা দেখি, একটি মা হস্তি তার সদ্যজাত শাবককে নিজের পায়ে উঠে দাঁড়াতে সাহায্য করছে৷ এই দৃশ্য সত্যিই অভূতপূর্ব৷ পারভীন বলেন, ‘জন্মের পর মা হস্তি তার শাবককে নিজের পায়ে উঠে দাঁড়াতে শেখায়৷ হস্তিকূলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ৷’ পেট থেকে মাটিতে পড়ার পরই মা তার শাবকটিকে উঠে দাঁড়তে সাহায্য করে৷ শুঁড় দিয়ে সযত্নে টেনে তোলে নিজের শাবককে৷ তার পর টলমল পায়ে উঠে দাঁড়ানো শবকটির ভারসাম্য রাখতে তাকে আগলে ধরে শুঁড় দিয়ে৷ ধীরে ধীরে তারা শেখে পথ চলা৷ হাতিদের এই জীবনচক্র আমাদের সত্যিই মুগ্ধ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 6 =