most tuberculosis
নয়াদিল্লি: দেশের একটা বড় অংশ ভেবে নিয়েছিল যক্ষ্মা নিয়ে চিন্তা কমেছে। কিন্তু তা যে কমেনি তা প্রমাণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়েছে, ২০২২ সালে যক্ষ্মা আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোট ১৯২টি দেশের মধ্যে এই ইস্যুতে সমীক্ষা চালানো হয়েছিল। স্বাভাবিকভাবেই ‘হু’-র এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৯৯৫ সাল থেকে যক্ষ্মা নিয়ে সমীক্ষা চালাচ্ছে তারা। হালে ২০২২ সালে ভারত সবথেকে উদ্বেগজনক ফল করেছে। দেখা গিয়েছে, গত বছর বিশ্বে মোট ৭৫ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ২৮.২ লক্ষ অর্থাৎ ২৭ শতাংশ রোগীই ভারতের। এই একই রিপোর্ট এও বলছে, ভারতে আক্রান্তদের মধ্যে সঙ্কটজনক রোগী রয়েছে ১২ শতাংশ।
ভারত ছাড়াও যক্ষ্মা আক্রান্তদের নিয়ে সবথেকে বেশি চিন্তা যে দেশগুলি নিয়ে আছে তারা হল, ইন্দোনেশিয়া, চিন, ফিলিপিন্স, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ। শুধু ইন্দোনেশিয়া ছাড়া বাকি দেশগুলিতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের নীচে। তবে এই রিপোর্ট একটি ভালো আভাসও দিয়েছে। জানানো হয়েছে, কোভিড পরবর্তী সময়ে যক্ষ্মা রোগীর সুস্থ হয়ে ওঠার হারও সন্তোষজনক, বিশেষ করে ভারতে।