নয়াদিল্লি: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নিয়ে অস্বস্তির মুখে কেন্দ্র৷ কাজের চেয়ে প্রচারেই খরচ হয়ে গেছে সিংহভাগ৷ আরও পরিষ্কার ভাবে বলতে গেলে, তহবিলের প্রায় ৫৬ শতাংশ খরচ হয়েছে শুধু প্রচারে। খোদ কেন্দ্রীয় সরকারের প্রদত্ত রিপোর্ট থেকেই উঠে এসছে এই তথ্য।
সেখান থেকে জানা গেছে, কেন্দ্রীয় তহবিলের প্রায় ৫৬ শতাংশ মিডিয়া সংক্রান্ত কর্মকাণ্ডের পিছনে। ২৫ শতাংশ বিভিন্ন রাজ্যে ভাগ করে দেওয়া হয়েছে। গত ৪ জানুয়ারি লোকসভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরেন্দ্র কুমার জানান, গত ৫ বছরের মোট ৬৪৮ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তারমধ্যে ৫৬.২৭ শতাংশ বা ৩৬৪.৬৬ কোটি খরচ হয়েছে প্রচারের জন্য। মাত্র ২৫.৫ শতাংশ বা ১৫৯ কোটি টাকা ব্যয় হয়েছে আসল প্রকল্পের জন্য। এমনকী ২০১৮-১৯ সালে বরাদ্দ ছিল ২৮০ কোটি। সেখানে প্রচারের জন্য বরাদ্দ হয় ১৫৫.৭১ কোটি।