কলকাতা: দিন কয়েক আগেই সংসদে ঘটা করে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। আত্মনির্ভর ভারতের প্রকল্পকে মাথায় রেখে প্রতিটি দেশবাসীর উন্নতির বার্তাই দেওয়া হয়েছিল বাজেট অধিবেশনে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমশ, তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
মাত্র ১০ দিন আগেই এক প্রস্থ বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। কিন্তু এই মূল্যবৃদ্ধির মাত্রাটা যে লাগামহীন, আরো একবার স্পষ্ট হল সে কথাই। এক ধাক্কায় ফের ৫০ টাকা বেড়ে গেল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এক মাসে পর পর দু’বার এভাবে দাম বাড়ায় চাপ পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে। কেন্দ্রের তরফে এদিন রান্নার গ্যাসের দাম ফের বাড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতায় এখন এর দাম দাঁড়িয়েছে ৭৯৫ টাকা।
ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ানো হলেও এদিন অবশ্য ভর্তুকির পরিমাণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত ৪টি তেল সংস্থা ১৪.২ কেজি সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে। সোমবার অর্থাৎ আজ থেকে প্রযুক্ত হবে রান্নার গ্যাসের নতুন বর্ধিত মূল্য।
বস্তুত, শুধু এই মাস নয় বেশ কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের দামের পারদটা উর্দ্ধমুখী। ডিসেম্বর মাসেও এই দাম দু’দফায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর গত ৪ ফেব্রুয়ারি ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল গ্যাসের দাম। ফের ৫০ টাকা বাড়ায় এই নিয়ে দেড় মাসের মধ্যেই রান্নার গ্যাসের দাম প্রায় ১৭৫ টাকা বেড়ে গেছে। ফলে স্বভাবতই চিন্তিত মধ্যবিত্ত পরিবার। তাঁদের আশঙ্কা, এবার হয়তো ১০০০ টাকার গণ্ডিও ছুঁয়ে ফেলবে গ্যাস সিলিন্ডার।
এদিকে নিয়ন্ত্রণে নেই জ্বালানি তেলের দামও। পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দামে কলকাতাসহ নাভিশ্বাস উঠছে একাধিক শহরেরই। এ শহরে রবিবার পেট্রোলের দাম লিটারপিছু ৯০ টাকা ছাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এর মাঝে যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো যন্ত্রণাদায়ক।