নয়াদিল্লি: দেশে উঠে গিয়েছিল কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। তবে আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট অনিয়ন্ত্রিত বলেই মনে হচ্ছে। সংক্রমণ এবং মৃত্যু হার নিয়ে একটা চিন্তা থেকেই গিয়েছে। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে আবার কেরল, একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজারের বেশি। তবে বাংলা সহ মহারাষ্ট্র, তামিলনাড়ু রাজ্য নিয়েও চিন্তা বেড়েছে।
আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১৬ হাজার ১০৪। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ০২৮ জন। দেশের সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৯৮ কোটি ৬৫ লক্ষ ৩৬ হাজার ২৮৮ ডোজ। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১২ লক্ষ ২৬ হাজার ৭৯৫ ডোজ।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। অন্যদিকে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ অনুমোদন পেয়ে গিয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে।