বদলে যাচ্ছে পার্লামেন্ট, ভার্চুয়াল অধিবেশনে ঝুঁকছে সংসদীয় ভবিষ্যৎ

বদলে যাচ্ছে পার্লামেন্ট, ভার্চুয়াল অধিবেশনে ঝুঁকছে সংসদীয় ভবিষ্যৎ

 

নয়াদিল্লি: করোনা মহামারী বদলে দিয়েছে সাধারণ জনতার স্বাভাবিক জীবন৷ সমাজবদ্ধ মানুষকে করোনা শিখিয়েছে সামাজিক দূরত্ব বিধি৷ মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে মানবজাতি লড়ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ করোনা জেরে যেমন বদলে দিয়েছে স্কুল, অনলাইন নির্ভরতা বেড়েছে রাজনীতির ময়দানে, ঠিক তখন তালিকা থেকে বাদ যাচ্ছে না ভারতীয় সংসদ৷ করোনার জেরে এবার বদলে যাচ্ছে সংসদের অধিবেশনে চেনা ছবি৷

 

ভারতীয় সংসদ৷ গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় সংসদের দু’কক্ষের অন্দর থেকে৷ কিন্তু সেই ঐতিহ্যবাহী সংসদে দাঁড়িয়ে সাংসদদের অশান্তি, গন্ডগোল, বিতর্ক, বিক্ষোভ এতদিন দেখে এসেছে গোটা ভারত৷ সংসদে সাংসদদের আচার-আচরণ নিয়ে একাধিক অভিযোগও উঠেছে৷ কিন্তু এবার করোনা আবহে পুরোপুরি বদলে যেতে চলেছে সংসদের অধিবেশনের চেনা ছবি৷

সূত্রের খবর, আগামী বাদল অধিবেশনে সামাজিক দূরত্ব বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চালু হতে পারে সংসদ৷ তবে সাংসদদের মধ্যে শারীরিক দূরত্ব কীভাবে বজায় রাখা যায়, তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷  প্রথমে সেন্ট্রাল হলে অধিবেশনের ভাবনা চিন্তা শুরু করা হয়৷ একইসঙ্গে বিজ্ঞান ভবনকে কাজে লাগানোর বিষয়ক চিন্তাভাবনা শুরু হলেও সাংসদদের সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো নিয়ে দেখা দেয় সমস্যা৷

সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদে বাদল অধিবেশন শুরু করা যায় কি না, তা নিশ্চিত করতে মঙ্গলবার বৈঠক করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ বিভিন্ন বিকল্প নিয়ে বিবেচনা করেন তাঁরা৷ সংসদের শীর্ষ আধিকারিকরা ওম বিড়লা ও বেঙ্কাইয়া নাইডুকে জানিয়েছেন, সামাজিক দূরত্ব বিধি মেনে সমস্ত সাংসদদের সংসদে বসানোর মতো জায়গা নেই৷ এমনকী বিজ্ঞানভবনে গ্যালারি হলেও সামাজিক বিধি মেনে সকলকে বসানোর জায়গা করা যাবে না৷ সূত্রের খবর, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে লোকসভায় কমপক্ষে ১০০ জন ও রাজ্যসভায় ৬০ জনের মতো সাংসদকে বসানোর ব্যবস্থা করা যেতে পারে৷ কিন্তু বাকিদের ক্ষেত্রে কী হবে? তা শুরু হয়েছে চর্চা৷

পরিস্থিতি গুরুত্ব বুঝে সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশল হিসাবে ভার্চুয়াল অধিবেশনের দিকে ঝুঁকতে পারে অধিবেশনের পরবর্তী ভাগ্য৷ অধিবেশন সংসদ ভবনে যে হবে না তা কার্যত স্পষ্ট হয়ে গেলেও বিকল্প স্থান নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান গবেষণা৷ সভা কক্ষে হৈ হট্টগোল, ওয়ালের নেমে বিক্ষোভ দেখানোর দিন কার্যত এবার ফুরিয়ে আসছে৷ সংসদে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশন চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হলেও আপাতত ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল৷ সব দিক খতিয়ে দেখে সংসদের প্রশাসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =