দিনে দুপুরে দোকানে ঢুকে বোতল খুলে মদ্যপান! নেশায় বুঁদ বাঁদর

দিনে দুপুরে দোকানে ঢুকে বোতল খুলে মদ্যপান! নেশায় বুঁদ বাঁদর

ভোপাল:  দিনে দুপুরে নেশার গুঁতোয় বেসামাল বাঁদর। মদের দোকানে বাঁদরের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর পাঁচ জন সুরাপ্রেমীর মতোই মদের দোকানে ঢুকে মাতাল হল সে৷ বোতল খুলে ঢক ঢক করে পান করল ‘কারণ সুধা’! সুরাপ্রেমী বাঁদরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- যোগী রাজ্যে ভোট যুদ্ধে প্রিয়াঙ্কাকেই চায় কংগ্রেস, টুইটারে ট্রেন্ডিং ‘দিদি আ রহি হ্যায়’

 

লকডাউনে বন্ধ মদের দোকান খুলতেই দেখা গিয়েছিল লম্বা লাইন৷ অধিকাংশ জায়গাতেই করোনা বিধি শিকেয় তুলে মদ কিনতে ভিড় জমিয়েছিলেন সুরাপ্রেমীরা৷ কিন্তু তা বলে মাদকাসক্ত বাঁদর? কেউ কখনও দেখেছেন নাকি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে গট গট করে প্রথমে মদের দোকানে ঢোকে বাঁদর মহারাজ৷ তার পর দাঁত দিয়ে বোতলের ছিপি খুলে শুরু করে মদ্যপান৷ ধীরে ধীরে মজা নিয়ে পান করতে থাকে সে৷ এদিকে দোকানের মালিক বাঁদর দেখে তার দিকে একটি বিস্কুট এগিয়ে দেয়৷ কিন্তু মদের নেশা বড় বালাই৷ সে দিকে ভ্রুক্ষেপ না করে ডুব দেয় কারণ সুধায়৷ বাঁদরের এই কাণ্ডারখানা বেশ উপভোগ করতে থাকেন দোকানের বাইরে উপস্থিত মানুষ৷ তাঁরা এই দূরন্ত দৃশ্য ভিডিয়ো করে নেয়৷ 

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছর পরেও কি রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োজন আছে? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, দিন কয়েক আগে এই মদের দোকানের বাইরে পড়ে থাকা কয়েক ফোঁটা মদ চেটে খেয়েছিল বাঁদরটি৷ তার পর থেকেই শুরু হয় দোকানের বাইরে ঘুরঘুর করা৷ কেউ তাঁকে ধাওয়া করে তাড়াতে পারেনি৷ অনেকেই মনে করছেন মদের স্বাদ মনে ধরেছিল বাঁদরটির৷ তাই হয়তো বারবার দোকানের সামনে ঘুরে ফিরে আসছিল৷ কিন্তু ঢোকার সুযোগ পাচ্ছিল না৷ এদিন সুযোগ পেয়েই ঘটায় এই কীর্তি৷ তবে বলতেই হয় বাঁদরটি মানুষের দারুণ নকল করেছে৷ এই মজাদার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে মান্দালা জেলায়৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =