তানিষ্কের বিজ্ঞাপনের বাস্তবায়ন, নিজের সাধের ছবি পোস্ট করলেন জিশান আয়ুবের হিন্দু স্ত্রী

মুম্বই: সম্প্রতি একটি বিজ্ঞাপন দেশজুড়ে বিতর্ক তৈরি করেছে। জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড তানিষ্কের একটি বিজ্ঞাপনে এক হিন্দু মেয়ের ও মুসলিম বাড়িতে সাধের গল্প দেখানো হয়েছে। সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কের জেরে সংস্থা বিজ্ঞাপনটি বাতিল করে দেয়। কিন্তু এমন ঘটনার যে বাস্তবেও ঘটে, তার উদাহরণ দিয়েছেন মহম্মদ জিশান আইয়ুবের স্ত্রী রসিকা আগাশে। তিনি তাঁর সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

মুম্বই: সম্প্রতি একটি বিজ্ঞাপন দেশজুড়ে বিতর্ক তৈরি করেছে। জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড তানিষ্কের একটি বিজ্ঞাপনে এক হিন্দু মেয়ের ও মুসলিম বাড়িতে সাধের গল্প দেখানো হয়েছে। সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কের জেরে সংস্থা বিজ্ঞাপনটি বাতিল করে দেয়। কিন্তু এমন ঘটনার যে বাস্তবেও ঘটে, তার উদাহরণ দিয়েছেন মহম্মদ জিশান আইয়ুবের স্ত্রী রসিকা আগাশে। তিনি তাঁর সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

রসিকা আগাসে পেশায় লেখিকা, অভিনেত্রী ও পরিচালক। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার সাধ… ভাবলাম শেয়ার করে দিই… এবং লাভ জিহাদ নিয়ে আওয়াজ তোলার আগে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সম্পর্কে জানুন।”
বোঝাই যাচ্ছে নাম না করে রসিকা তনিষ্কের বিতর্কিত বিজ্ঞাপনটির কথা উল্লেখ করছেন। সেখানে একটি মুসলিম পরিবার তাদের হিন্দু পুত্রবধূর সাধের পরিকল্পনা করেছিল। সোশ্যাল মিডিয়ায় একটি অংশ বিজ্ঞাপনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচারকের বার্তা বলেছে। কিন্তু অনেকে আবার এই বিজ্ঞাপনের জন্য জুয়েলারি ব্র্যান্ডটি বর্জন করতে বলেছে। সুরাতে তানিষ্ক স্টোরের উপর হামলার খবরও পাওয়া গিয়েছে। তবে পুলিশের এক প্রবীণ কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন।

 

null

এই নিয়ে টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুরও ইনস্টাগ্রামে নিজের বক্তব্য প্রকাশ করেছেন। পরিচালক কবির খানের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন যে তিনি তাঁর পরিবারের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। ইনস্টাগ্রামে মিনি লিখেছেন, “কথা না বলে আপনি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষকে স্বাভাবিক করার পক্ষে। এছাড়াও, কেন এবং কীভাবে ধর্মের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ? আমাদের প্রজন্মের এক্ষেত্রে কী ভূমিকা পালন করা উচিত? আমি বরং বিশ্বকে নাস্তিক করে দেব যা সমস্ত ধর্মকে ঘৃণা করে। আমাদের দেশে শান্তি ও সম্প্রীতি চাই। এটি আমাকে বা আমাদের কাউকেই কম দেশপ্রেমিক বানিয়ে তোলে না।”
বিতর্কটি ঠিক কী?

জুয়েলার্স ব্র্যান্ড তানিষ্ক টুইটারে তার সাম্প্রতিকতম বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপকভাবে ট্রোল হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার তারা তাদের বিজ্ঞাপনটি তুলে নেয়। যে এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে কোনও হিন্দু মহিলা মুসলিম পরিবারে বিবাহিত। এখন সে গর্ভবতী। তার সাধের জন্য মুসলিম পরিবার অনুষ্ঠানের আয়োজন করছে। এই বিজ্ঞাপনটি নিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায় আপত্তি তোলে এবং বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তাদে বক্তব্য বিজ্ঞাপনটি ‘লাভ জিহাদ’ প্রচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − four =