‘নারীরা কোনও দিক দিয়েই পুরুষের চেয়ে কম নয়’, নারীদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল ভগবতের

‘নারীরা কোনও দিক দিয়েই পুরুষের চেয়ে কম নয়’, নারীদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল ভগবতের

নয়াদিল্লি: নারীরা পুরুষের চেয়ে কোনও অংশে কম নয়৷ নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে৷ বুধবার নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিয়ে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত। তাঁর মুখে শোনা গেল, নারী ও পুরুষের সমান অধিকারের কথা। নারীদের কোনও ক্ষেত্রেই পুরুষের থেকে কম বলে মনে করেন না সঙ্ঘ প্রধান। তাঁর কথায়, নারীরা পুরুষের সমতুল্য।

আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফ কোন দিকে এগোচ্ছে? জেনে নিন

এদিন ভগবত বলেন, ‘নারী ও পুরুষ সব দিক থেকেই সমান। যোগ্যতা এবং কর্মদক্ষতার দিক দিয়ে নারীরা কোনও অংশেই পুরুষের থেকে কম নয়।’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘নারীদের ‘জগৎ জননী’ বলে অভিহিত করা হয়। অথচ ঘরে ঘরে তাঁদের সঙ্গে ‘দাসী’র মতো আচরণ করা হয়।’ চিরাচরিত এই ভাবনাচিন্তা এবার পরিবর্তন করার সময় এসেছে। তাঁর কথায়, নারীর ক্ষমতায়ন ঘর থেকে শুরু হওয়া উচিত৷ সমাজে তাদের ন্যায্য স্থান দেওয়া উচিত বলেও মন্তব্য সঙ্ঘ প্রধানের৷ 

পাশাপাশি ভারতের ‘বিশ্ব গুরু’ দৃষ্টিভঙ্গী বাস্তবায়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন ভগবত। তিনি আরও বলেন,  ‘আমরা যদি ‘বিশ্বগুরু’ (বিশ্বে নেতৃত্ব দেওয়া) ভারত গড়তে চাই তাহলে সেই কর্মযজ্ঞে মহিলাদেরও সমান ভাবে অংশগ্রহণ করতে হবে৷ এর জন্য প্রয়োজন মহিলাদের ক্ষমতায়ন৷ নারীর উন্নতি ছাড়া সমাজ অগ্রসর হতে পারে না৷’