নয়াদিল্লি: জনসংখ্যা নীতি নিয়ে বিবেচনা করা দরকার। আগামী ৫০ বছরের জন্য নীতি তৈরি করা উচিত। এমনটাই মত আরএসএস প্রধান মোহন ভাগবতের। তিনি আরও একবার জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা তুললেন। যদিও এই দাবি ঘোর বিরোধিতা করে সমালোচনা করেছে সিপিএম। নেত্রী তথা পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট মোহন ভাগবতের দাবি মানতে নারাজ।
সংঘ প্রধানের কথায়, একটি পরিবারের দুই সন্তান থাকা উচিত। দেশে যুবক ৫৬ থেকে ৫৭ শতাংশ মানুষ। ৩০ বছর পর তাঁরা বৃদ্ধ হয়ে যাবে। তখন কত মানুষকে খাওয়ানো যাবে, এই বিষয় ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে বলেই তিনি মনে করেন। তাঁর আরও বক্তব্য, কত মানুষকে কাজ দেওয়া যাবে, সেটাও একটা বড় চিন্তার ব্যাপার। তাই অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে নজর দেওয়ার দরকার আছে। যদিও সিপিএম নেত্রী বৃন্দা কারাট মনে করছেন যে সংঘ প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যের পিছনে রয়েছে কোনও অভিসন্ধি। তাঁর কথায়, আরএসএস নিজেদের তত্ত্ব চাপিয়ে দিতে চাইছে দেশের সকলের ওপর। সব সম্প্রদায়ের মহিলাদের সন্তান ধারনের হার কমেছে, এই তথ্য গোপন করতে চাইছেন ভাগবত, তাই এই প্রচেষ্টা।
আসলে সংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক বছরে খ্রীষ্টান জনসংখ্যা প্রায় ৩০ শতাংশের বেশি বেড়েছে দেশের ১১টি রাজ্যে। আবার মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশের বেশি বেড়েছে দেশের ৯টি রাজ্যে। সিপিএম মনে করছে এটাই আরএসএসের সবথেকে বড় সমস্যার জায়গা। হয়ত তারা মনে করছে যে, হিন্দুদের সংখ্যা কোনও ভাবে হ্রাস পেতে পারে এবং অ-হিন্দুদের সংখ্যা বেড়ে যেতে পারে। তাই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে বিভিন্ন জাতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে তারা।