হঠাৎ মিঠুনের বাড়িতে RSS প্রধান ভাগবত! বঙ্গ ভোটের আগে জল্পনা

হঠাৎ মিঠুনের বাড়িতে RSS প্রধান ভাগবত! বঙ্গ ভোটের আগে জল্পনা

মুম্বই: আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্তর টানাপোড়েনের খবর মাতিয়ে রেখেছে গোটা বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন এই খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তবে আপাতত সেই জল্পনার কিছুটা নিরসন হলেও নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে আরেক বঙ্গ সন্তানকে নিয়ে। তিনি বাংলা কথা হিন্দি সিনেমা জগতের অন্যতম স্বনামধন্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন সাতসকালে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এর পরেই স্বাভাবিকভাবে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মার্চ থেকেই টিকা পাবেন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাংলায় দিন সাত সকালে গিয়ে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে অভিনেতার সঙ্গে কিছুক্ষণ বৈঠক হয় তাঁর। এই সাক্ষাতের খবর ছড়িয়ে পড়তেই তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে; তিনি কি তাহলে বাংলার রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে চলেছেন? তাহলে কি সংঘ পরিবারের অন্যতম মুখ হতে পারেন সকলের প্রিয় মিঠুনদা? এখন এই নিয়ে বিস্তর আলোচনা। তবে সূত্রের খবর, কিছুদিন আগে নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার পরেই তিনি তাঁকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই এদিন মিঠুনের বাড়িতে যান মোহন ভাগবত বলে জানা গিয়েছে। মিঠুনের কথায়, মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎ পুরোপুরি অরাজনৈতিক ব্যাপার। এর সঙ্গে রাজনীতি বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত মুখ খোলেননি সংঘ প্রধান মোহন ভাগবত। তাই তাদের মধ্যে যে কোনো ভাবে রাজনীতি নিয়ে আলোচনা হয়নি সেই ব্যাপারে এখনও সীলমোহর দিতে রাজি নয় বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: বিধানসভায় ১৪৬-১৫৬ টি আসন পাচ্ছে তৃণমূল! ইঙ্গিত মিলল সমীক্ষায়

রাজনৈতিক জীবনে পদার্পনের শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যসভার সদস্য ছিলেন তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে চিটফান্ড মামলায় নাম জড়িয়ে যাওয়ায় রাজনীতি থেকে সরে আসেন মিঠুন। শেষ লগ্নে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেন। তারপর থেকে প্রত্যক্ষভাবে মিঠুন চক্রবর্তীকে রাজনীতির ময়দানে দেখা যায়নি। তবে এখন কি আবার রাজনীতিতে কামব্যাক করতে পারেন ‘মহাগুরু’, সেই কারণেই কি তাহলে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, মূলত এই দুটি প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে ইতিউতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *