করোনায় আক্রান্ত-মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় বেশি ভারতে: পরিসংখ্যান

করোনায় আক্রান্ত-মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় বেশি ভারতে: পরিসংখ্যান

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমেই সঙ্কটজনক হচ্ছে। বর্তমানে ভারতে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অন্যান্য দেশের তুলনায় দ্রুত ঘটছে বলেই সংবাদসূত্রে জানা গেছে। এমনকী আগামী ৪ দিনের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫,০০০ হতে পারে বলেও দাবি করেছে সর্বভারতীয় সংবাদসংস্থাটি।

গত ৭ দিনের পরিসংখ্যানে আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে তালিকার প্রথম সারিতে রয়েছে ভারত, এমনই দাবি জন হপকিন্স কোভিড ট্র্যাকারের। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত দু'দিনে ১৩ শতাংশ বেড়েছে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সকালের রিপোর্ট অনুসারে আক্রান্তের সংখ্যা ৫৯,৬৬২। এদিকে ৭ তারিখে পাওয়া অন্যান্য দেশের পরিসংখ্যানের সঙ্গে ভারতের পরিসংখ্যানের তুল্যমূল্য বিচার করে জন হপকিন্স কোভিড ট্র্যাকার বলছে, গত এক সপ্তাহে আক্রান্তের শতকরা হারের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল (৫৭ শতাংশ)। এরপরই রয়েছে ভারত। এদেশে করোনা আক্রান্তের হার ৫২ শতাংশ।

এরপর যথাক্রমে সিঙ্গাপুর (৪৫ শতাংশ), বাংলাদেশ (৪১ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৯ শতাংশ), ইউনাইটেড কিংডম (২২ শতাংশ), ইন্দোনেশিয়া (২১ শতাংশ), আমেরিকা যুক্তরাষ্ট্র (১৬ শতাংশ), ইরান (৩ শতাংশ), ফ্রান্স (১ শতাংশ)। অন্যদিকে জাপান, ইতালি, স্পেন, পাকিস্তান, জার্মানি, চীনে এই হার কমছে বলেই জানা গেছে পরিসংখ্যানে। পাশপাশি গত এক সপ্তাহে মৃত্যুর শতকরা হারও প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকায় শীর্ষে রয়েছে ভারত (৬৩ শতাংশ)। এরপর যথাক্রমে ব্রাজিল (৫৩ শতাংশ), সিঙ্গাপুর (৫২ শতাংশ), জাপান (৩৪ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৩৩ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (২০ শতাংশ), বাংলাদেশ (১৮ শতাংশ), ইন্দোনেশিয়া (১৭ শতাংশ), ইউনাইটেড কিংডম (১৪ শতাংশ), জার্মানি (১২ শতাংশ), ইরান (৮ শতাংশ), ইতালি (৭ শতাংশ), ফ্রান্স (৬ শতাংশ), স্পেন (৬ শতাংশ), পাকিস্তান (৩ শতাংশ)।

ভারতে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র (১৪,৮৬২ জন আক্রান্ত)। এরপরই গুজরাট (৫০৮১ জন), তামিলনাড়ু (৪,৩৬৪ জন), দিল্লি (৪,২৩০ জন), মধ্যপ্রদেশ (১,৭৯২ জন)। গোটা দেশের মোট আক্রান্তের ৭৬ শতাংশই রয়েছে প্রথমসারির এই পাঁচটি রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =