নয়াদিল্লি: রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত কয়েকবার তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়েই বক্তব্য রেখেছিলেন। তবে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তিনি যোগদিবস নিয়েই কথা বলবেন বলে মনে করা হচ্ছে।
বর্তমানে করোনার গ্রাসে ভারত চলে গিয়েছে। ভারতে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানো দরকার। ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে করোনা তেমনভাবে মানুষের শরীরকে কাবু করতে পারে না। এই বিষয়েও নরেন্দ্র মোদি কথা দেশবাসীকে বলতে পারেন বলে মনে করা হচ্ছে।
এর আগে যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবার সঙ্গে মিশে যোগ করতে দেখা গিয়েছে। শুধু তিনি নিজে নয়, তাঁর মন্ত্রী পরিষদ সহ বিজেপির তাবড় নেতাদের যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার আতঙ্ক। এই পরিস্থিতিতে যোগ দিবস পালন করবে দেশবাসীল। তবে সবটাই ভার্চুয়াল মাধ্যমে হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ভারতে তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটেন, ইতালি, স্পেনকে ছাড়িয়ে ভারত করোনা আক্রান্তের দিক থেকে চতুর্থস্থানে চলে এসেছে। অনেকেই বলছেন, তার আগেই কি চিনকে যোগ্য জবাব দিয়ে জাতির সামনে হামনে আসবেন নমো? চলছে জল্পনা৷