নয়াদিল্লি: এখনই ভারতে আসছে না এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান। বিশেষভাবে তৈরি ওই বিমানটাতে বিশেষ কিছু অসুবিধা দেখতে পাওয়া গিয়েছে। সেই কারণে বোয়িং বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানের ভারতে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – EMI ছাড় দিতে কেন এত ‘ঢিলেমি’ কেন্দ্রের? হলফনামা চাইল শীর্ষ আদালত
নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছে, বিমানে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় ভারতে এয়ার ইন্ডিয়া ওয়ানের বিমান ভারতে আসতে সময় লাগবে। বিমানটি ভারতে আসার কথা ছিল ২৫ অগস্ট৷ কিন্তু চলতি মাসে বিমানটি ভারতে আসছে পারবে না৷ আরও দুই তিন সপ্তাহ পরে আসবে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, বিমানটি ভারতে আনতে ইতিমধ্যে বায়ুসেনার একটি দলকে কেন্দ্র পাঠিয়েছে৷ সেই দলটি অত্যাধুনিক বিমানের যন্ত্রপাতি সংক্রান্ত যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখবে। বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, 'আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।' তবে এই বিষয়ে বোয়িং ইন্ডিয়ার তরফে কোনও মন্তব্য করা হয়নি৷
আরও পড়ুন- ‘তু করোনা হ্যায়’, রাজধানীতে বর্ণবাদের শিকার ইউটিউবার কার্ল রক
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির ব্যবহারের জন্য দুটি বিশেম বিমান ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। মূলত নিরাপত্তা বিষয়ের ওপর বিমান দু’টিতে জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিমান দুটিতে ক্ষেপণাস্ত্র বিষয়ক প্রতিরোধের নিজস্ব মিসাইল সিস্টেম আছে বলে জানা গিয়েছে। মোদীর নয়া বিমান ট্রাম্পের বিমানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও হার মানাবে বলে জানা গিয়েছে৷