নয়াদিল্লি: রাজীব গান্ধিকে নিয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের বিরোধিতা এল নিজের দলের ভিতর থেকেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীনিবাস প্রসাদ জানিয়েছেন, রাজীবকে মেরেছে শ্রীলঙ্কার এলটিটিই জঙ্গিরা। কোনও দুর্নীতির জন্য তিনি খুন হননি। কেউ মোদির কথা বিশ্বাস করবে না। অটলবিহারী বাজপেয়ী রাজীব গান্ধিকে নিয়ে অনেক প্রশংসাসূচক কথা বলেছিলেন।
প্রকাশ্য সভায় মোদি রাহুল গান্ধির উদ্দেশে বলেছিলেন, তাঁর বাবাকে সবাই মিস্টার ক্লিন বলত। কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল দুর্নীতিবাজ ১ এক নম্বর হিসেবে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা এসেছে সব মহল থেকেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০০ অধ্যাপক এক বিবৃতিতে মোদির মন্তব্যকে নিন্দা করে বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রীকে মোদি অসত্য বলেছেন। এটা অপমানজনক।
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, রাজীব গান্ধিকে হত্যা করেছে বিজেপির ঘৃণা। প্রয়াত শহিদ প্রধানমন্ত্রীকে আক্রমণ চূড়ান্ত কাপুরুষতার লক্ষণ। বিজেপি সমর্থিত ভি পি সিং সরকার রাজীবের নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল। প্রাণনাশের আগাম খবর থাকা সত্ত্বেও মাত্র একজন অফিসারকেই রাখা হয়েছিল।