ঘণ্টা পিছু ভাড়ায় মিলবে মোদির ধ্যানগুহা

নয়াদিল্লি: মাত্র ৯৯০ টাকা। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তরাখণ্ডের কেদারনাথের একটি গুহায় ধ্যান করতে দেখা গিয়েছিল। সমস্ত ধরনের আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন সেই গুহাটি ভাড়া নিতে দিনপিছু ব্যয় করতে হবে ৯৯০ টাকা। জানা গিয়েছে, ধ্যান করার জন্য গুহা- এই ধারণাটি জনপ্রিয় করার জন্যই এক বছর আগে কেদারনাথে এই গুহা তৈরি হয়। গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের (জিএমভিএন)

ঘণ্টা পিছু ভাড়ায় মিলবে মোদির ধ্যানগুহা

নয়াদিল্লি: মাত্র ৯৯০ টাকা। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তরাখণ্ডের কেদারনাথের একটি গুহায় ধ্যান করতে দেখা গিয়েছিল। সমস্ত ধরনের আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন সেই গুহাটি ভাড়া নিতে দিনপিছু ব্যয় করতে হবে ৯৯০ টাকা। জানা গিয়েছে, ধ্যান করার জন্য গুহা- এই ধারণাটি জনপ্রিয় করার জন্যই এক বছর আগে কেদারনাথে এই গুহা তৈরি হয়।

গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের (জিএমভিএন) আধিকারিকরা জানিয়েছেন, মোদির পরামর্শ অনুযায়ী তৈরি করা হয় এই রুদ্র ধ্যান গুহাটি। কেদারনাথ মন্দির থেকে প্রায় এক কিলোমিটার উঁচুতে অবস্থিত এই গুহাটিতে বিদ্যুৎ, পানীয় জল এবং শৌচালয় রয়েছে। ধ্যান করার জন্য গুহাটি তৈরি করা হলেও আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য একটি টেলিফোনও ওই গুহায় রাখা আছে। পাথরে তৈরি এই গুহাটিতে কাঠের দরজাও রয়েছে। শুধু তাই নয়, নিগমের তরফে প্রাতরাশ, দুপুর ও রাতের খাবারের পাশাপাশি গুহাবাসী পর্যটকের পছন্দমতো সময়ে দু’বার চাও দেওয়া হয়। সব সময়ের জন্য একজন পরিচারকও থাকেন। কলিং বেল বাজালেই হাজির হন ওই পরিচারক। তবে ধ্যান করার জন্য তৈরি করা ওই গুহাটিতে শুধুমাত্র একজনকেই থাকার অনুমতি দেওয়া হয় বলে জিএমভিএন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *