রাজীবকে নিয়ে মোদির নিম্নরুচির মন্তব্য, জবাব কমিশনের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর একের পর এক আচরণ বিধি ভঙ্গকে ক্লিনচিট দিয়েছে নির্বাচন কমিশন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে মোদীর নিম্নরুচির মন্তব্যকেও কমিশন ক্নিনচিট দিয়েছে। কিন্তু মোদীর মন্তব্যের মতোই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ। বেগতিক দেখে কমিশনজানিয়েছে, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত তারা নেয়নি। বিষয়টি এখনও বিবেচনাধীন এবং যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে

রাজীবকে নিয়ে মোদির নিম্নরুচির মন্তব্য, জবাব কমিশনের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর একের পর এক আচরণ বিধি ভঙ্গকে ক্লিনচিট দিয়েছে নির্বাচন কমিশন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে মোদীর নিম্নরুচির মন্তব্যকেও কমিশন ক্নিনচিট দিয়েছে। কিন্তু মোদীর মন্তব্যের মতোই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ। বেগতিক দেখে কমিশনজানিয়েছে, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত তারা নেয়নি। বিষয়টি এখনও বিবেচনাধীন এবং যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। আসলে কমিশন মোদীকে এই অভিযোগে প্রথমে ক্লিনচিটই দিয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে মোদীর জঘন্য এই মন্তব্যের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

সেই অভিযোগটি নাকচ করে কমিশন মোদীকে ক্লিনচিটই দিয়েছিল। চারিদিকে তীব্র সমালোচনা হওয়ায় এখন দাবি করছে কংগ্রেসের দায়ের করা অভিযোগ কমিশন খতিয়ে দেখছে। সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিন কমিশনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, গত ৬ মে কংগ্রেস উত্তর প্রদেশের প্রতাপগড়ে প্রধানমন্ত্রীর ভাষণে আচরণ বিধি ভঙ্গ সংক্রান্ত অভিযোগ করেছে। এই অভিযোগ সম্পর্কে উত্তর প্রদেশের সিইও’র কাছ থেকে এই ভাষণের বিস্তারিত রিপোর্ট এবং ভাষণের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছিল। সেই রিপোর্ট সদ্য জমা পড়েছে।

কমিশন রিপোর্টটি খতিয়ে দেখছে। উত্তর প্রদেশের এক নির্বাচনী অফিসার এই সংক্রান্ত একটি অনলাইন অভিযোগের জবাবে জানিয়ে দেন, বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে এবং কোনও আচরণ বিধি ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত মোদীর বিরুদ্ধে দায়ের করা সব কটি অভিযোগই উড়িয়ে দিয়েছে কমিশন। রাজীব গান্ধী সম্পর্কে মোদীর মন্তব্যকে কংগ্রেস অপরিশীলিত, বেআইনি ও ভারতীয় ঐতিহ্যের বিরুদ্ধে এবং সত্যের সম্পূর্ণ বিপরীত বলে উল্লেখ করেছে। কংগ্রেস দাবি করেছে, মোদীর প্রচারের উপর কমিশনকে নিষেধাজ্ঞা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *