মোদির ‘হিন্দুত্বে’র পর্দাফাঁস মার্কিন ম্যাগাজিনে, তুঙ্গে বিতর্ক

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আগেই ছিল৷ এবার সেই অভিযোগকেই শিলমোহর দিল জনপ্রিয় মার্কন ম্যাগাজিন৷ ২০ মে টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ সেখানে মোটা হরফে লেখা হয়েছে, ‘ভারতের বিভাজনের প্রধান৷’ টাইমস ম্যাগেজিনের এই প্রচ্ছদ প্রকাশিত হতেই দেশজুড়ে ছড়িয়ে নয়া বিতর্ক৷ টুইট করে খোঁচাও দিয়েছে কংগ্রেস৷ Time Magazine calls Modi

মোদির ‘হিন্দুত্বে’র পর্দাফাঁস মার্কিন ম্যাগাজিনে, তুঙ্গে বিতর্ক

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আগেই ছিল৷ এবার সেই অভিযোগকেই শিলমোহর দিল জনপ্রিয় মার্কন ম্যাগাজিন৷ ২০ মে টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ সেখানে মোটা হরফে লেখা হয়েছে, ‘ভারতের বিভাজনের প্রধান৷’ টাইমস ম্যাগেজিনের এই প্রচ্ছদ প্রকাশিত হতেই দেশজুড়ে ছড়িয়ে নয়া বিতর্ক৷ টুইট করে খোঁচাও দিয়েছে কংগ্রেস৷

মোদির বিরুদ্ধে প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি আর পাঁচ বছরের জন্য মোদির সরকারকে সহ্য করতে পারবে?’ লিখছেন আতীশ তসির৷ প্রতিবেদে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনাকে তুলনা করা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‘হিন্দু ও মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার কোনও ইচ্ছেই প্রকাশ করেননি মোদি৷’ একই সঙ্গে গুজরাট দাঙ্গা, মোদীর হিন্দুত্বঘেঁসা মনোভাবের সমালোচনা করা হয়েছে৷ ২০১২ সালের আরও একটি প্রতিবেদনে টাইমস ম্যাগাজিন মোদিকে ‘বিতর্কিত, উচ্চাকাক্ষী ও কূট রাজনীতিক’ বলে উল্লেখ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *