মোদির হেলিকপ্টার তল্লাশি, অফিসারের ওপর থেকে শাস্তি তুলল কমিশন

নয়াদিল্লি: ওডিশায় নরেন্দ্র মোদির হেলিকপ্টার তল্লাশি করার দায়ে সাসপেন্ড হওয়া আইএএস অফিসার মহম্মদ মহসিনের ওপর থেকে শাস্তির আদেশ তুলে নিল নির্বাচন কমিশন। তবে তাঁকে নির্বাচন সংক্রান্ত সব কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কমিশন কর্নাটক সরকারকে ১৯৯৬ ব্যাচের এই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছে। এর কয়েক ঘণ্টা আগে আগে কর্নাটকের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল নির্বাচন

মোদির হেলিকপ্টার তল্লাশি, অফিসারের ওপর থেকে শাস্তি তুলল কমিশন

নয়াদিল্লি: ওডিশায় নরেন্দ্র মোদির হেলিকপ্টার তল্লাশি করার দায়ে সাসপেন্ড হওয়া আইএএস অফিসার মহম্মদ মহসিনের ওপর থেকে শাস্তির আদেশ তুলে নিল নির্বাচন কমিশন। তবে তাঁকে নির্বাচন সংক্রান্ত সব কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সেইসঙ্গে কমিশন কর্নাটক সরকারকে ১৯৯৬ ব্যাচের এই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছে। এর কয়েক ঘণ্টা আগে আগে কর্নাটকের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল নির্বাচন কমিশনের সাসপেনশনের আদেশ স্থগিত করে দিয়েছিল। তাদের মতে, এসপিজি সবকিছুর দায়িত্বে থাকতে পারে না। ১৬ এপ্রিল ওডিশার সম্বলপুরে ওই অফিসার প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তল্লাশির জন্য নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =