নয়াদিল্লি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জয়পুর থেকে টঙ্ক যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মোদির হেলিরকপ্টর৷ মাঝ আকাশে হঠাৎ তাঁর হেলিকপ্টার এক দিকে হেলে যায়৷
কোনোক্রমে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট৷ পরে, অন্য একটি চপারে উঠে টঙ্কের জনসভায় পৌঁছান মোদি৷ কিন্তু, কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ গোটা ঘটনার পেছনে কোনও চক্রান্ত আছে কি না তা নিয়েও শুরু হয়েছে তদন্ত৷
