নয়াদিল্লি: নরেন্দ্র মোদির পাঁচ বছরের শাসনকাল দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ও বেদনাদায়ক অধ্যায় বলে আখ্যা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মোদি জমানার পাঁচ বছর ছিল ধ্বংসাত্মক।
পাশাপাশি, শেষ পাঁচ বছরে অকল্পনীয় অনুপাতে দেশে দুর্নীতি বেড়েছে বলেও মোদিকে আক্রমণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। নোটবন্দি ছিল মোদির সবচেয়ে বড় দুর্নীতি, মত মনমোহনের। এছাড়াও নরেন্দ্র মোদির আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি। মনমোহন সিং দাবি করেছেন, তাঁর আমলে দেশের অর্থনীতি যেভাবে তরতরিয়ে ওপরে উঠছিল মোদির আমলে সেটাই এখন নীচের দিকে নামছে।
এদিন মধ্যপ্রদেশের সাগরে এক নির্বাচনী জনসভায় মনমোহন সিংকে পাল্টা বিধেঁছেন বিদায়ী প্রধানমন্ত্রী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাঠের পুতুল বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, কংগ্রেস ১০ বছর ধরে একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার উপহার দিয়েছে দেশকে। এ যেন রিমোর্ট দিয়ে সরকার চালানো বা ভিডিও গেম খেলার মত ব্যাপার।