কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক মোদির, কার কী মন্ত্রক? আজ সিদ্ধান্ত

নয়াদিল্লি: আজ নয়া মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ বিকালে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী৷ ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন৷ তবে, শপথ পর্ব শেষ হলেও

কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক মোদির, কার কী মন্ত্রক? আজ সিদ্ধান্ত

নয়াদিল্লি: আজ নয়া মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ বিকালে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী৷ ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন৷ তবে, শপথ পর্ব শেষ হলেও কার কী মন্ত্রক পাচ্ছেন, তা জানা যায়নি৷মনে করা হচ্ছে, আজ বৈঠক থেকে তা ঠিক হতে পারে৷

এবারের মন্ত্রী তালাকায় সব থেকে বড় চমক দুটি৷ অমিত শাহ ও এস জয়শঙ্করকে শপথ বাক্য পঠা করিয়ে চমক দিয়েছেন মোদি৷ এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি সুষমা স্বরাজ৷ অরুণ জেটলি৷ মানেকা গান্ধি ও রাজ্যবর্ধন সিং রাঠোররা৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন কিরণ রিজুজ৷ সন্তোষ গঙ্গোয়ার৷ রাও ইন্দ্রজিৎ সিং৷ বাংলা থেকে দু’জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন৷ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =