মমতা ব্রিগেডের আগেই মোদিকে চরম বার্তা শত্রুঘ্ন সিনহার

পাটনা: হয় থাকুন নয় দল ছাড়ুন। শত্রুঘ্ন সিনহাকে চরম বার্তা দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির। দলে থেকেও বহুবার নিজের দলকেই কাঠগড়ায় তুলেছেন শত্রুঘ্ন সিনহা। নোট বাতিল থেকে শুরু করে বিজয় মালিয়, রাফাল, মূল্যবৃদ্ধি বিভিন্ন ইস্যুতে মোদির প্রবল সমালোচনা করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। যত দিন যাচ্ছিল ততই বাড়ছিল আক্রমণের ঝাঁঝ। শুধু তাই নয়, সমানে যোগাযোগ

1bc007e198102b3fb951a8217b03ae77

মমতা ব্রিগেডের আগেই মোদিকে চরম বার্তা শত্রুঘ্ন সিনহার

পাটনা: হয় থাকুন নয় দল ছাড়ুন। শত্রুঘ্ন সিনহাকে চরম বার্তা দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির। দলে থেকেও বহুবার নিজের দলকেই কাঠগড়ায় তুলেছেন শত্রুঘ্ন সিনহা। নোট বাতিল থেকে শুরু করে বিজয় মালিয়, রাফাল, মূল্যবৃদ্ধি বিভিন্ন ইস্যুতে মোদির প্রবল সমালোচনা করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। যত দিন যাচ্ছিল ততই বাড়ছিল আক্রমণের ঝাঁঝ।

শুধু তাই নয়, সমানে যোগাযোগ রাখছিলেন বিরোধী শিবিরের নেতাদের সঙ্গে। বিশেষ করে লালু পুত্র তেজস্বীর সঙ্গে ঘনিষ্টতা অনেকে বিজেপি নেতাই সুনজরে দেখেনি। এমনও শোনা যায়, বিগ্রেডের সমাবেশেও আসতে পারেন তিনি। এবার তাই বিহারি বাবুকে চূড়ান্ত বার্তা দিলেন সুশীল মোদি। মঙ্গলবার একটি টিভি শোয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, দল পছন্দ না হলে উনি ছেড়ে দিতে পারেন। পরে একটু সুর নরম করে বলেন, শত্রুঘ্ন সিনহা অবশ্যই শ্রদ্ধার পাত্র। কিন্তু যেভাবে তিনি দল থেকে দল বিরোধী কর্মকাণ্ডে যুক্ত, তাতে দল থেকে পদত্যাগ করাই উচিত। এর জন্য মোদি অবশ্য দলত্যাগী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে দায়ি করেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির টিকিটেই পাটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপির সাংসদ পদে আসিন হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *