‘মায়ের সঙ্গে শৈশবের মোদি’, আদৌ কি এই ছবি সত্যি?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য শপথ নিয়েই ফের ভাইরাল নরেন্দ্র মোদি৷ তবে, এবার প্রধানমন্ত্রী হিসাবে নয়, ‘মায়ের সঙ্গে শৈশবের মোদি’র ছবি৷ নোট দুনিয়ায় হাতে হাতে ঘুরছে ‘শৈশবের মোদি’র ছবি৷ কিন্তু, প্রশ্ন হল, এই ছবি কি আদৌ সত্য? প্রবাদ আছে, যা যানে না গুগল, তা জানে না কোউ৷ এবার সেই ‘গুগল দাদু’র সাহায্য নিতেই ফাঁস

‘মায়ের সঙ্গে শৈশবের মোদি’, আদৌ কি এই ছবি সত্যি?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য শপথ নিয়েই ফের ভাইরাল নরেন্দ্র মোদি৷ তবে, এবার প্রধানমন্ত্রী হিসাবে নয়, ‘মায়ের সঙ্গে শৈশবের মোদি’র ছবি৷ নোট দুনিয়ায় হাতে হাতে ঘুরছে ‘শৈশবের মোদি’র ছবি৷ কিন্তু, প্রশ্ন হল, এই ছবি কি আদৌ সত্য?

প্রবাদ আছে, যা যানে না গুগল, তা জানে না কোউ৷ এবার সেই ‘গুগল দাদু’র সাহায্য নিতেই ফাঁস ‘শৈশবের মোদি’র ছবি৷ রিভার্স ইমেজ জানিয়েছে, ভাইরাল হওয়া শিশুটির ছবি আদতে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের৷ ছবিতে তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন৷

‘মায়ের সঙ্গে শৈশবের মোদি’, আদৌ কি এই ছবি সত্যি?সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে মোদির শৈশবের ছবি বলে একটি ঘুরতে থাকে৷ হিন্দিতে লেখা হয়, ‘‘এই সেই শিশু, যে ১৩২কোটি মানুষকে কাঁপিয়ে দিয়েছেন৷ নরেন্দ্র মোদি তাঁর মায়ের সঙ্গে৷’’ এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ ২০১৬ সালেও এই একই ছবি ফেসবুকে ভাইরাল হয়৷

গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় ছবি আসলে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও তাঁর মা আসিয়াম্মা জৈনুলাবিদ্দিন৷ ২০১৬ সালের ৮ মে ইন্ডিয়া টুডে মাতৃ দিবস উপলক্ষ্যে ২০ জন বিখ্যাত ভারতীয় মায়কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন৷ সেই প্রতিবেদন থেকে প্রাক্তন রাষ্ট্রপতির ছবি হাতিয়ে মোদির নামে চালানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *