মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা, কারা পেলেন কোন দায়িত্ব?

নয়াদিল্লি: মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা৷ কারা পেলেন কোন দায়িত্ব? বিদেশমন্ত্রী হচ্ছেন এস দয়শঙ্কর৷ অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন৷ আইনমন্ত্রী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ পীযূশ গোয়েল হচ্ছেন রেলমন্ত্রী৷ সড়ক পরিবহণমন্ত্রী হচ্ছেন নিতিন গড়করি৷ বিদেশমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর৷ কর্মীবর্গ, পেনশন, পরমাণু শক্তি মন্ত্রক থাকছে প্রধানমন্ত্রীর হাতে৷ সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হচ্ছেন মোক্তার আব্বাস

মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা, কারা পেলেন কোন দায়িত্ব?

নয়াদিল্লি: মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা৷ কারা পেলেন কোন দায়িত্ব? বিদেশমন্ত্রী হচ্ছেন এস দয়শঙ্কর৷ অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন৷ আইনমন্ত্রী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ পীযূশ গোয়েল হচ্ছেন রেলমন্ত্রী৷ সড়ক পরিবহণমন্ত্রী হচ্ছেন নিতিন গড়করি৷ বিদেশমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর৷

কর্মীবর্গ, পেনশন, পরমাণু শক্তি মন্ত্রক থাকছে প্রধানমন্ত্রীর হাতে৷ সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হচ্ছেন মোক্তার আব্বাস নাকভি৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর৷ নারী ও শিশুকল্যাণ ও বন্ত্রমন্ত্রী হচ্ছেন স্মৃতি ইরানি৷ মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল৷ বাবুল সুপ্রিয়কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হল৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দেবশ্রী চৌধুরী৷

স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন হর্ষবর্ধন৷ পেট্রোলিয়াম মন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান৷ রাসায়ণিক ও সার মন্ত্রকে মন্ত্রী হচ্ছেন সদানন্দ গৌড়া৷ ক্রেতা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকে দায়িত্ব পাচ্ছেন রামবিলাস পাসোয়ান৷ কৃষিমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র সিং তোমার৷ খাদ্য প্রক্রিয়করণমন্ত্রী হচ্ছেন হরসিম কাউর বাদল৷ আদিবাসীকল্যাণমন্ত্রী হচ্ছেন অর্জুন মুন্ডা৷ সামাজিক ন্যায় মন্ত্রকে যাচ্ছেন থেওয়ার চাঁদ গেহলত৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী৷ ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন৷

এবারের মন্ত্রী তালাকায় সব থেকে বড় চমক দুটি৷ অমিত শাহ ও এস জয়শঙ্করকে শপথ বাক্য পঠা করিয়ে চমক দিয়েছেন মোদি৷ এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি সুষমা স্বরাজ৷ অরুণ জেটলি৷ মানেকা গান্ধি ও রাজ্যবর্ধন সিং রাঠোররা৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন কিরণ রিজুজ৷ সন্তোষ গঙ্গোয়ার৷ রাও ইন্দ্রজিৎ সিং৷ বাংলা থেকে দু’জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন৷ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =