আতঙ্কের মধ্যেই করোনা নিয়ে বড় আশ্বাস মোদীর, দিলেন টোটকা!

আতঙ্কের মধ্যেই করোনা নিয়ে বড় আশ্বাস মোদীর, দিলেন টোটকা!

নয়াদিল্লি: করোনা-আতঙ্কে আক্রান্ত ভারত৷ ৪৮ ঘণ্টার মধ্যে দু’জন করোনা আক্রান্ত হওযার খবর মিলতেই উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে৷ পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ তবে করোনা ভাইরাস নিয়ে ‘আতঙ্কিত’ হওয়ার কোনও প্রয়োজন নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

মঙ্গলবার ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে একাধিক কেন্দ্রীয়মন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে৷ করোনা ভাইরাস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত সে সম্পর্কেও কথা হয়েছে৷’ সতর্কতা অবলম্বন করতে ঘন ঘন হাত ধোয়া এবং হাচি বা কাশির সময় টিস্যু পেপার ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

নমো আরও বলেন, ‘বিস্তারিত আলোচনার পর নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্যগুলি যৌথভাবে কাজ শুরু করেছে৷ বিদেশ থেকে ভারতে আসা প্রতিটি মানুষের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে৷ অবিলম্বে চিকিৎসার বন্দ্যোবস্তও করা হয়েছে৷’ ‘আতঙ্কিত হবেন না৷ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে৷ আত্মসুরক্ষার জন্য ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি গ্রহণ করুন৷’

সোমবার এই বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ কোরানা ঠেকাতে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সফর বাতিল করার পরামর্শ দিয়েছেন তিনি৷
তেলেঙ্গানায় বছর ২৪-এর এক সফটওয়্যার ইঞ্জিনিয়র করোনা ভাইরাসে আক্রান্ত হন৷ কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকেন৷ জানা গিয়েছে, গত মাসে কর্মসূত্রেই হংকং ও দুবাই থেকে আসা কিছু মানুষের তিনি সঙ্গে মিলিত হন৷ তাঁদের থেকেই করোনা ভাইরাস ওই যুবকের শরীরে ঢুকেছে বলে অনুমান৷

এদিকে রাজধানী দিল্লিতে আরও একজন করোনা-আক্রান্ত হয়েছেন বলে খবর৷ এই ঘটনার পরই তড়িঘড়ি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে জরুরি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস৷ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজারেরও বেশি মানুষ৷ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছ চিন৷ করোনা-আতঙ্কে পর্যুদস্ত গোটা ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন-এর রোগ নিয়ন্ত্রক সংস্থা করোনা সংক্রমণের আশঙ্কা মাঝারি থেকে বেশি বলে ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *