অযোধ্যায় মোদীর ভূমিপুজোয় জঙ্গি হানার ছক, ভরতে ঢুকেছে ২৫ জঙ্গি!

অযোধ্যায় মোদীর ভূমিপুজোয় জঙ্গি হানার ছক, ভরতে ঢুকেছে ২৫ জঙ্গি!

b896fb0bc1182e0596a25e7520d30964

নয়াদিল্লি: করোনা মহামারীর আবহে আগামী ৫ আগস্ট কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের জন্য কাছে অত্যন্ত গুরত্বপূর্ণ একটি দিন৷ কেননা, ওই দিন অযোধ্যায় হতে চলেছে রামমন্দির নির্মাণের কাজ৷ করোনা আতঙ্কের মধ্যে ভগবান রামের জন্য মন্দিরের ভূমিপুজো হবে৷ সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হবে ভূমিপুজো৷ শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করার প্রথম বর্ষপূর্তি হতে চলেছে ৫ আগস্ট৷ ফলে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দু’টি অ্যাজেন্ডা পূর্ণ হওয়ার দিনকে টার্গেট করেছে সন্ত্রাসবাদীরা৷ খবর পেয়েছেন গোয়েন্দারা৷

গোয়েন্দা সূত্রে খবর, পাক ও আফগান জঙ্গি গোষ্ঠীর প্রায় ২৫ জনের একটি দল ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে৷ লক্ষ্য বড়সড় নাশকতা৷ এরা মূলত নেপাল ও পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে থাকতে পারে বলে অনুমান৷ ৫ আগস্ট হামলার মূল টার্গেট অযোধ্যা! লক্ষ্য হতে পারে কাশ্মীর৷ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে৷ তবে শুধু অযোধ্যা ও কাশ্মীর নয়, স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যকেই ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে৷ কেননা, এর পরই রয়েছে দেশের স্বাধীনতা দিবস৷

গোয়েন্দা সূত্রে খবর, হামলার কথা মাথায় রেখে অযোধ্যা ও কাশ্মীরজুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা৷ অতিরিক্ত সেনা সতর্কতা বাড়ানো হয়েছে৷ আগামী ৫ আগস্ট যেহেতু মোদী নিজে সেখানে থাকবেন অযোধ্যায়, ফলে, ৪ আগস্ট থেকে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে৷ প্রয়োজন ও বৈধ পরিচয়পত্র দেখালে তবেই মিলবে ছাড়৷ শিলান্যাস অনুষ্ঠান হবে মাত্র ২০০ জন আমন্ত্রিতদের নিয়ে৷ আমন্ত্রিতরা ছাড়া আর কেউ শিলান্যাসস্থলে যেতেও পারবে না৷ সংবাদমাধ্যও নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *