সরকারি অৰ্থের অপচয় বন্ধ হোক, মোদিকে ৫ পরামর্শ সোনিয়ার

সরকারি অৰ্থের অপচয় বন্ধ হোক, মোদিকে ৫ পরামর্শ সোনিয়ার

39cde9568db925585eb06a9ecfd50525

নয়াদিল্লি: করোনার জেরে দেশে কঠিন পরিস্থিতি। সংক্রমণ রুখতে কী করা উচিত, কী হবে ভবিষ্যতে সমস্য মোকাবিলার রূপরেখা তা নিয়ে বিস্তারিত মতামত চান প্রধানমন্ত্রী। মঙ্গলবার চিঠি লিখে তাঁকে পরামর্শ দিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি অৰ্থের অপচয় বন্ধ করা হোক। সৌন্দর্যায়ন আর বিজ্ঞাপনের খরচ এখন স্থগিত থাক এমনটাই চান সোনিয়া।

করোনা মোকাবিলায় সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী ও কেন্দ্রের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাঁচ দফা পরামর্শও দিয়েছেন রায়বরেলির সাংসদ। তবে তার সঙ্গে জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাঁচ দফা পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, এই মুহূর্তে দেশের অনেক অর্থের প্রয়োজন। তাই কেন্দ্রের উচিত বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দ বন্ধ করা উচিত।

সোনিয়া গান্ধীর পরামর্শ, পিএম কেয়ার ফান্ডে যে বিপুল পরিমাণের টাকা জমা হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে তা প্ৰধানমন্ত্রী র দুর্যোগ মোকাবিলা তহবিলে স্থানান্তরিত করা হোক।উদাহরণস্বরূপ তিনি দিল্লির প্রাণকেন্দ্রে ২০ হাজার কোটি টাকার সৌন্দর্যায়ন প্রকল্প বাতিল করার পরামর্শ দিয়েছেন। এই প্রকল্পের অধীনে দিল্লিতে ঐতিহাসিক সরকারি ভবনগুলির সংস্কার ও সৌন্দর্যায়ন করার কথা। সোনিয়া লিখেছেন, ‘এই সময় এগুলি অপ্রয়োজনীয়। আমি নিশ্চিত পুরনো ভবনগুলি থেকেই সংসদীয় কাজকর্ম চলতে পারবে।’ তাঁর মতে, এই টাকা দিয়ে হাসপাতালগুলির পরিকাঠামোর মানোন্নয়ন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, মেডিক্যাল সরঞ্জামের বন্দোবস্ত করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *